Advertisement
Advertisement

Breaking News

COVID-19: কমল পজিটিভিটি রেট, রাজ্যের মোট করোনাজয়ীর সংখ্যা ১৫ লক্ষের দোরগোড়ায়

একদিনে করোনার বলি ১০ জন।

More 662 people tested COVID-19 positive in West Bengal | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 27, 2021 6:03 pm
  • Updated:July 27, 2021 7:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কমল রাজ্যের দৈনিক পজিটিভিটি রেট। একদিনে নতুন করে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৬২ জন। অত্যন্ত সামান্য হলেও কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ১০ জন। বেড়েছে সুস্থতার হার। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ৮১ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে দার্জিলিং (Darjeeling)। একদিনে সংক্রমিত সেখানকার ৭৭ জন। আগের দিনের তুলনায় অত্যন্ত সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। তৃতীয় স্থানে ফের কলকাতা (Kolkata)। একদিনে সেখানকার ৫৪ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ৪৯ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৫৪ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,২৪,৯৫৮।  

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত দখল নিয়ে অশান্তি, ১১ সদস্যকে অপহরণের অভিযোগ প্রধানের বিরুদ্ধে, উত্তপ্ত Malda]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১০ জনের। মৃত্যুর নিরিখে প্রথম স্থানে জলপাইগুড়ি (Jalpaiguri)। একদিনে করোনার বলি সেখানকার ৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ০৯৫ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮৩৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪,৯৫,৪৮৩। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.০৭ শতাংশ।  গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ১১৩ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৫৫,৫৩,৯৫৮ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০। উল্লেখ্য, করোনা মোকাবিলায় ভ্যাকসিনেশনের উপর জোর দিচ্ছে রাজ্য। তবে পর্যাপ্ত টিকা সরবরাহ না হওয়ায় মাঝেমধ্যে বন্ধ রাখতে হচ্ছে টিকাদান কেন্দ্রগুলি। 

[আরও পড়ুন: ‘তোর মা-বাবাও এভাবে মরবে’, মৃত রোগীর পরিবারের ‘অভিশাপ’ শুনে ভেঙে পড়লেন চিকিৎসক

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement