Advertisement
Advertisement
Corona Virus

৫৯ দিন পর রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ পাঁচ হাজারের নিচে, একদিনে মৃত ৮৯

সুস্থতার হার ৯৭.৮০ শতাংশ।

More 4883 people tested COVID-19 positive in West Bengal | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 11, 2021 8:01 pm
  • Updated:June 11, 2021 8:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় দু’মাস পর রাজ্যে দৈনিক সংক্রমণ ৫ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছেন বাংলার ৪,৮৮৩ জন। যা নিঃসন্দেহে আশার আলো। একদিনে মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ৮৯ জনের। তবে করোনাকে জয় করেছেন বহু মানুষ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাজয়ীর সংখ্যা ৪২৩১ জন। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিতদের মধ্যে ৭৯২ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় বেশ খানিকটা কমেছে সংক্রমণ।  দ্বিতীয় স্থানে কলকাতা। নিম্নমুখী সেখানকার গ্রাফও। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪২২ জন। ফের তৃতীয় স্থানে উঠে এসেছে হাওড়া। একদিনে সংক্রমিত সেখানকার ৩৫৫ জন। হুগলি চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ৩৫০ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা (CoronaVirus) গ্রাফও বেশ খানিকটা নিম্নমুখী। তবে দার্জিলিং ও  জলপাইগুড়িতে (Jalpaiguri) বাড়ছে সংক্রমণ। এখনও পর্যন্ত রাজ্যে  মোট আক্রান্তের সংখ্যা ১৪,৫২,৯৮৭।

Advertisement

[আরও পড়ুন: ‘দড়ি ছিঁড়ে বেরনো গরুকে খুঁটিতে বাঁধা হল’, মুকুল রায়ের ঘরে ফেরা নিয়ে মন্তব্য অনুব্রতর]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৮৯ জনের। যা আগের দিনের তুলনায় অত্যন্ত সামান্য হলেও বেশি। এদিনের মৃতদের মধ্যে ২০ জন করে উত্তর ২৪ পরগনার ও কলকাতার (Kolkata)। উল্লেখ্যযোগ্যভাবে নদিয়ায় বেড়েছে মৃত্যু। একদিনে করোনা প্রাণ কেড়েছে সেখানকার ১০ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬, ৭৩১। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৪, ৩২১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ২১, ০৭৬৪। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৮০ শতাংশ।  উল্লেখ্য, রাজ্যে জারি কড়া বিধিনিষেধের সুফল যে মিলছে তার প্রমাণ এই পরিসংখ্যান।  মে মাসের শুরুতে হু হু করে বেড়েই চলেছিল সংক্রমণ। এখন তা অনেকটাই নিম্নমুখী ।

[আরও পড়ুন: বিড়ম্বনা থেকে মুক্তি! পূর্ব বর্ধমানের ঘোষ বাড়ি থেকে ঐতিহ্যবাহী দেবীমূর্তি গেল সংগ্রহশালায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement