Advertisement
Advertisement
Coronavirus

Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৪০, সামান্য বাড়ল পজিটিভিটি রেট

সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। 

More 40 people tested COVID-19 positive in West Bengal | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 26, 2022 7:57 pm
  • Updated:May 26, 2022 7:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোরকদমে টিকাকরণ চলছে। ইতিমধ্যেই রাজ্যের বহু মানুষ করোনার টিকা নিয়েছেন। তা সত্ত্বেও এখনও পুরোপুরি করোনামুক্ত হয়নি বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ জন। এদিনও মৃত্যুহীন রাজ্যে। সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। 

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৪০ জন। যা আগেরদিনের তুলনায় অত্যন্ত সামান্য হলেও কম। এখনও পর্যন্ত মোট পজিটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৯ হাজার ২৩১। তবে ধারা বজায় রেখে বুধবার করোনায় মৃত্যুহীন বাংলা। এখনও পর্যন্ত ভাইরাস মোট ২১ হাজার ২০৩ জনের প্রাণ কেড়েছে। মৃত্যুহার ১.০৫ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: মাদক কারবারের পর্দাফাঁস, নদিয়া থেকে ৩ কোটি টাকার হেরোইন-সহ গ্রেপ্তার পাচারকারী]

ঊর্ধ্বমুখী সংক্রমণের মাঝে স্বস্তি জোগাচ্ছে সুস্থতা। একদিনে ভাইরাসকে (Coronavirus) হারিয়েছেন ৩৭ জন। এখনও পর্যন্ত মোট ১৯ লক্ষ ৯৭ হাজার ৬৬৭ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। ২০২০ সালের মার্চে করোনা ভাইরাস দাপটে প্রায় থমকে যায় গোটা বিশ্ব। করোনা মুক্তির আশায় পরীক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়। বর্তমানে কোভিড টেস্ট কমেছে কিছুটা। তা সত্ত্বেও একদিনে ৮ হাজার ৩৪২টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫২ লক্ষ ৬৯ হাজার ৭১৮টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৪৮ শতাংশ। করোনা সংক্রমণ ঠেকাতে টিকাকরণের উপর বিশেষ জোর দিয়েছে স্বাস্থ্যদপ্তর। একদিনে ৬১ হাজার ৫৬৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ২৮ লক্ষ ৩৫ হাজার ৮৬৫। 

উল্লেখ্য, নয়া রোগ মাঙ্কিপক্সের আতঙ্কে কাঁপছেন প্রায় সকলেই। টম্যাটো ফ্লু (Tomato Flu) নিয়ে আতঙ্কের শেষ নেই। তারই মাঝে কোভিড দুশ্চিন্তা বাড়াচ্ছে বঙ্গবাসীর। তবে এই পরিস্থিতিতে সাবধান থাকার বার্তা বিশেষজ্ঞদের। মাস্ক ব্যবহারে উদাসীনতা অল্পবিস্তর রয়েছে সকলেরই। মাস্ক ব্যবহারের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ বিশেষজ্ঞদের।

[আরও পড়ুন: অল্প বয়সেই কেন দিশাহীন বিদিশা? মডেলের ‘আত্মহত্যা’য় হতবাক প্রতিবেশীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement