Advertisement
Advertisement
CORONAVIRUS

Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা একেবারে তলানিতে, মৃত ১

সুস্থতার হার ৯৮.৯০ শতাংশ। 

More 33 people tested corona positive in last 24 hours | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 19, 2022 8:44 pm
  • Updated:March 19, 2022 8:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধীরে ধীরে করোনা মুক্তির পথে বাংলা! জানুয়ারি মাসে যেখানে দৈনিক সংক্রমণ ছিল কয়েক হাজার, বর্তমানে তা পঞ্চাশেরও নিচে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ জন। যা আগের দিনের তুলনায় কার্যত অর্ধেক। একদিনে করোনার বলি হয়েছেন একজন রাজ্যবাসী। সুস্থতার হার ৯৮.৯০ শতাংশ। 

২০২০ সালের মার্চে করোনা (Coronavirus) থাবা বসিয়েছিল বাংলায়। লাফিয়ে বেড়েছিল সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘরবন্দি হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। বাংলার ছবিটাও একই ছিল। পরবর্তীতে পরিস্থিতি খানিকটা আয়ত্তে আসতে ফের জনজীবন স্বাভাবিক হতেই বেড়েছে সংক্রমণ। তবে বারংবার কড়াভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে রাজ্য সরকার। সেই কারণেই তৃতীয় ঢেউ কাটিয়ে অতি দ্রুত গতিতে সুস্থ হয়ে উঠেছে বাংলা। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ১৬ হাজার ৭৭০ জন। পজিটিভিটি রেট ০.৪৪ শতাংশ।  

Advertisement

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় মহিলাদের অশ্লীল ভিডিও পোস্ট! প্রতিবাদ করায় তৃণমূল নেতাকে ধারালো অস্ত্রের কোপর]

স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে একজন রাজ্যবাসীর। এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি ২১,১৯৪ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৩৯। মোট করোনা জয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৪ হাজার ৫৯৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ১৯৮ জনের। মোট টেস্টিং ২৪, ৫২৫, ৬৭৮।

পরিস্থিতি আয়ত্তে এলেও জোরকদমে চলছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা নিয়েছেন ২,০১০ জন। ইতিমধ্যেই ৫৯ লক্ষ ৪০৮ হাজার ৯১৯ জনের টিকার দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। উল্লেখ্য, বাংলা-সহ গোটা ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নতুন করে ভয় ধরাচ্ছে চিনের কোভিড গ্রাফ। সে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত সাড়ে চার হাজারেরও বেশি। শুধু তাই নয়, এক বছরের বেশি পর ফের করোনায় প্রাণহানির খবরও সামনে এল। শেষবার গত বছর জানুয়ারি মাসে চিনে মারণ ভাইরাসে মৃত্যু হয়েছিল। সবমিলিয়ে উদ্বিগ্ন প্রশাসন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement