Advertisement
Advertisement
COVID-19

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নিম্নমুখী মৃত্যু, চিন্তা বাড়াচ্ছে জলপাইগুড়ির কোভিড গ্রাফ

সুস্থতার হার ৯৭. ৪০ শতাংশ।

More 3187 People tested COVID-19 positive in West Bengal | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 16, 2021 6:44 pm
  • Updated:June 16, 2021 6:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিদিন একটু একটু করে করোনা যুদ্ধে এগোচ্ছে বাংলা। গত ২৪ ঘণ্টায়ও নিম্নমুখী মৃত্যু। একদিনে করোনার বলি ৬৯ জন। আগেরদিনের তুলনায় সামান্য হলেও কমেছে সংক্রমণ। যা নিঃসন্দেহে সুখবর। বাড়ছে করোনাজয়ীর সংখ্যা।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩১৮৭ জন। তাঁদের মধ্যে ৪৩৫ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। তবে আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সামান্য হলেও কমেছে সংক্রমণ।  দ্বিতীয় স্থানে কলকাতা। সামান্য হলেও ঊর্ধ্বমুখী সেখানকার গ্রাফ। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৭৭ জন।  ফের তৃতীয় স্থানে উঠে এসেছে জলপাইগুড়ি। একদিনে সংক্রমিত সেখানকার ২৩৪ জন। দক্ষিণ ২৪ পরগনা চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ১৯২ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা (CoronaVirus) গ্রাফও নিম্নমুখী। তবে জলপাইগুড়িতে (Jalpaiguri) বাড়ছে সংক্রমণ। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৭১,২৩১।

Advertisement

[আরও পড়ুন: সুনীল সিংকে নিয়ে জল্পনার মধ্যেই তৃণমূলে যোগ তাঁর ঘনিষ্ঠ দুই প্রাক্তন কাউন্সিলরের]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৬৯ জনের। যা আগের দিনের তুলনায় অত্যন্ত সামান্য হলেও কম। এদিনের মৃতদের মধ্যে ১৭ জন উত্তর ২৪ পরগনার। ১৩ জন কলকাতার (Kolkata)। দার্জিলিংয়ে একদিনে করোনার বলি ৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭, ১১৮। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ২, ০১২ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৩২, ৯৬১। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৪০ শতাংশ।  উল্লেখ্য, রাজ্যে জারি কড়া বিধিনিষেধের সুফল যে মিলছে তার প্রমাণ এই পরিসংখ্যান।  মে মাসের শুরুতে হু হু করে বেড়েই চলেছিল সংক্রমণ। এখন তা অনেকটাই নিম্নমুখী ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement