Advertisement
Advertisement
Corona

Coronavirus: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি ৫, দৈনিক সংক্রমণের হার বাড়াচ্ছে উদ্বেগ

একদিনে সংক্রমিত ২৯৬২ জন।

More 2962 people tested COVDI-19 positive in West Bengal | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 12, 2022 6:02 pm
  • Updated:July 12, 2022 7:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরেই উর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ। যদিও আগের দিন খানিকটা কমেছিল। যা সামান্য হলেও স্বস্তি দিয়েছিল রাজ্যবাসী। গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান ফের বাড়াল উদ্বেগ। একদিনে সংক্রমিত ২৬৫৯ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। বিগত কয়েকমাসে এই প্রথম রাজ্যে একদিনে করোনায় মৃত্যু হল ৫ জনের। যা নিঃসন্দেহে দুশ্চিন্তার।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে ৭৪৩ জন কলকাতার। অর্থাৎ আগেরদিনের তুলনায় অনেকটা বেড়েছে সংক্রমণ। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে এই জেলা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে কলকাতায় সংক্রমিত ৫৭৯ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা এবং চতুর্থ স্থানে পূর্ব বর্ধমান। সেখানে সংক্রমিত যথাক্রমে ১৬৮ ও  ১২৯ জন। ফলে রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্যা ২০ লক্ষ ৫৬ হাজার ২৮৫ জন। এ রাজ্যে মারণ ভাইরাসের বলি হয়েছেন মোট ২১ হাজার ২৫১ জন।

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে শৃঙ্খলা রক্ষায় দলীয় কর্মীদের কড়া বার্তা অভিষেকের, দিলেন হোম ওয়ার্কও]

বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড (COVID-19) থেকে সুস্থ হয়েছেন ৯৮৩ জন। এখনও পর্যন্ত বাংলার ২০ লক্ষ ৯ হাজার ১৫৪ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৭.৭১ শতাংশ। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ২৫,২৭০ জন। আর হাসপাতালে ভরতি ৬১০ জন করোনা আক্রান্ত। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ল ২৫,৮৮০ জনে।

কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ১৪ হাজার ৪০৬টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ৯৫ হাজার ৭২৫ জন।

[আরও পড়ুন: BJP ক্ষমতায় থাকলে শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো অবস্থা হবে ভারতের: অভিষেক বন্দ্যোপাধ্যায়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement