সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর (Durga Puja 2022) বাদ্যি বেজে গিয়েছে। ইতিমধ্যেই প্রতিমা দর্শনে বেড়িয়ে পড়েছেন আমজনতা। মহালয়া থেকেই উপচে পড়ছে ভিড়। অধিকাংশের মুখে মাস্ক নেই, যা বাড়াচ্ছে করোনা আতঙ্ক। এই পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান বলছে, প্রায় দ্বিগুণ হয়েছে দৈনিক করোনা সংক্রমণ। একদিনে মৃত ২ জন। পরিসংখ্যান দেখে রাজ্যবাসীকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের কোভিড পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২৭৯ জন। যা আগের দিন ছিল ১৪১। অর্থাৎ এক ধাক্কায় সংক্রমণ প্রায় দ্বিগুণ হয়েছে। ফলে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১, ১৩,৬৬৬। মৃত্যু হয়েছে ২ জনের। মোট করোনার বলি ২১, ৫০১ জন। একদিনে মহামারীর কবল থেকে মুক্ত হয়েছেন ২২৩ জন, আগেরদিন তা ছিল সামান্য কম। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.৮৪ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২০,৮৯,০৬৬ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কোভিড রোগীর সংখ্যা ৩০৯৯, যার মধ্যে ১১৬ জন রোগী ভরতি হাসপাতালে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.