সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর দু’দিন রাজ্যের কোভিড সংক্রমণ ৩ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২,৬৫৯ জন। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। তাঁদের মধ্যে শীর্ষে উত্তর ২৪ পরগনা। মৃত্যু হয়েছে ৫ জনের। এই কোভিড গ্রাফে স্বাভাবিকভাবেই জারি দুশ্চিন্তা।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যজুড়ে করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৩৯ জন। সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত হয়েছেন ৫৮১ জন। সেখানকার ৫৮১ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। সংক্রমণের নিরিখে শীর্ষে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। একদিনে সেখানে সংক্রমিত ৪৮৭ জন। তৃতীয় স্থানে রয়েছে বীরভূম। একদিনে আক্রান্ত হয়েছেন ২১৯ জন। সংক্রমণের নিরিখে একশোর গণ্ডি পেরিয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া। ঝাড়গ্রাম এবং কালিম্পংয়ে সংক্রমিত দশের নিচে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০,৭০, ৮৫৮।
পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে পজিটিভ কেস ৩০৭৯১। হোম আইসোলেশনে আছেন ৩০, ২৪৭ জন। যা উদ্বেগ বাড়াচ্ছে প্রায় সকলের। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৫ জনের। এখনও পর্যন্ত রাজ্যে ২১ হাজার ২৭৬ জন মারণ ভাইরাসের বলি। মৃত্যুহার ১.০৩ শতাংশ।
ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ উদ্বেগ বাড়াচ্ছে সকলের। তবে এই পরিস্থিতিতে স্বস্তি জোগাচ্ছে সুস্থতা। কারণ, করোনাকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৬ জন। ফলে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ২০, ১৮, ৭৯১
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.