Advertisement
Advertisement

Breaking News

Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের সংক্রমণ, কলকাতায় একদিনে আক্রান্ত হাজারের বেশি

পজিটিভিটি রেট ৫.৪৭ শতাংশ।

More 2128 people tested COVID-19 positive in West Bengal | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 30, 2021 6:51 pm
  • Updated:December 30, 2021 6:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। এই পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের সংক্রমণ। একদিনে বাংলায় সংক্রমিত হয়েছেন ২,১২৮ জন। আগের দিন নতুন সংক্রমিতের সংখ্যা ছিল ১,০৮৯। পজিটিভিটি রেট এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ৫.৪৭ শতাংশে। একদিনে করোনার বলি ১২ জন। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১,০৯০ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় এক ধাক্কায় দ্বিগুণ হয়ে গিয়েছে সংক্রমণ। যা রীতিমতো ভয় ধরিয়েছে তিলোত্তমাবাসীর মনে। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ৩১৫ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর প্রায় অর্ধেক।

Advertisement

[আরও পড়ুন: কলকাতায় আসার পথে দুর্ঘটনা, মাথায় চোট পেলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ]

দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে হাওড়া। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ১৫৮ জন। চতুর্থ স্থানে দক্ষিন ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ১০৬ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,৩৫, ০৩৪। 

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১২ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে কলকাতা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৪ জন। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৭৫৭ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১,০৬৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৬,০৬, ৫০১। একুশের আর মাত্র হাতে একদিন, শনিবার নতুন বছর, স্বাভাবিকভাবেই উৎসবে মাতবেন সকলে। তবে পরিস্থিতি বিবেচনা করে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রাজ্য। 

[আরও পড়ুন: ‘রাজ্যে এখনই লকডাউন নয়’, সাগর থেকে রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement