Advertisement
Advertisement

Breaking News

Coronanews

COVID-19: ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা, একদিনে করোনা সংক্রমিত দু’শোর সামান্য বেশি, নিম্নমুখী অ্যাকটিভ কেস

সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ। 

More 210 people tested COVID-19 positive in West Bengal | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 1, 2022 7:29 pm
  • Updated:September 1, 2022 7:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিদিনই একটু একটু করে সুস্থ হচ্ছে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন দু’শোর সামান্য বেশি। যা আগের দিনের তুলনায় অনেকটা কম। সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ। যা স্বাভাবিকভাবেই আশার আলো দেখাচ্ছে। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২১০ জন। যা আগেরদিনের তুলনায় বেশ অনেকটাই কম। আগের দিন বাংলার ২৭২ জনের শরীরে মিলেছিল ভাইরাসের হদিশ। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ২১ , ০৭, ২৬০ জন। আগের দিনের মতোই এদিনও রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৩। এখনও পর্যন্ত করোনার ছোবলে প্রাণ গিয়েছে ২১ হাজার ৪৬৮ জনের। মৃত্যুহার ১.০২ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: ‘মানবতার সঙ্গে কোনও আপস নয়’, আগাম দুর্গাপুজোর সূচনায় বার্তা মুখ্যমন্ত্রীর]

সংক্রমণ কমেছে, কিন্তু খানিকটা হলেও বেড়েছে সুস্থতা। এদিন করোনাকে হারিয়েছেন ৩১৪ জন। যা আগেরদিনের তুলনায় কিছুটা কম। এখনও পর্যন্ত রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৮৩ হাজার ৩৭৪। সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ।

২০২০ সালের প্রায় শুরু থেকে দেশজুড়ে করোনার (Coronavirus) দাপট লক্ষ্য করা যায়। সেই সময় টেস্টিংয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল। মাঝে করোনার বাড়বাড়ন্ত কমে অনেকটাই। তার ফলে টেস্টিংয়ের প্রবণতা কমেছিল খানিকটা। তবে ফের করোনা উপসর্গ দেখা দিলেই পরীক্ষার জোর দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে মোট ৯ হাজার ১৮৭ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২৬,২৯৭,৯১৮ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ২.২৯ শতাংশ। ভ্যাকসিনেশন বা টিকাকরণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এদিন ১,৮০,৯৭ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে দেওয়া হচ্ছে বিশেষ জোর।

[আরও পড়ুন: ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপনের মঞ্চে মমতার পাশে সৌরভ, ‘ও আমার ছোট ভাই’, বললেন মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement