Advertisement
Advertisement

রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা সাড়ে ৯ লক্ষ পার, একদিনে মৃত ১৩৬ জন

সুস্থতার হার ৮৬.৭৮ শতাংশ।

More 20,846 people tested COVID-19 positive in West Bengal In last 24 Hours | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 14, 2021 7:56 pm
  • Updated:May 14, 2021 8:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (CoronaVirus) পরিস্থিতি যেন কিছুতেই বাগে আসছে না। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হলেন ২০,৮৪৬ জন। মৃত্য়ু হয়েছে ১৩৬ জনের। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। উল্লেখযোগ্যভাবে একদিনে বেড়েছে সুস্থতার হার। যা খানিকটা আশার আলো দেখাচ্ছে আমজনতাকে।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিতদের মধ্যে ৪,১৯৭ জনই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানেও তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এদিন। নতুন আক্রান্তের সংখ্যা ৩,৯৫৫ জন। তৃতীয় স্থানে উঠে এল হাওড়া। একদিনে সংক্রমিত সেখানকার ১,২৬৬ জন।  হুগলি রয়েছে চতুর্থ স্থানে। সেখানেও একদিনে সংক্রমিত এক হাজারের বেশি।নতুন সংক্রমিতের সংখ্যা ১,২৫১ জন। ফের ঊর্ধ্বমুখী নদিয়ার কোভিড গ্রাফ। একদিনে সংক্রমিত সেখানকার ১,০২৫ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা গ্রাফও রীতিমতো ভয় ধরিয়েছে সেখানকার বাসিন্দাদের। এদিন সব জেলা থেকেই মিলেছে নতুন সংক্রমিতের হদিশ। ফলে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০,৯৪, ৮০২।

Advertisement

[আরও পড়ুন: করোনায় বন্ধ স্কুল, বাতিল পরীক্ষাও, কীভাবে পড়ুয়াদের মূল্যায়ণ? উপায় জানালেন শিক্ষকরাই]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৩৬ জনের। অর্থাৎ অত্যন্ত সামান্য হলেও নিম্নমুখী মৃত্যু। এদিন মৃতদের মধ্যে ৪২ জনই উত্তক ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা। এই পরিসংখ্যানে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বেড়েছে সেখানকার বাসিন্দাদের। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ৩৪ জনের। একদিনে দক্ষিণ ২৪ পরগনায় করোনার বলি ১২ জন। এখনও পর্যন্ত করোনায়  মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২, ৯৯৩। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৯,১৩১ জন। তাঁদের মধ্যে ৩,৯২৯ জন কলকাতার। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ৯,৫০,০১৭। অর্থাৎ রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা সাড়ে ৯ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৬. ৭৮ শতাংশ। সুস্থতায় সামান্য হলেও কমেছে উদ্বেগ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement