Advertisement
Advertisement

রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা ১৪ হাজার পার, লাগামছাড়া উঃ ২৪ পরগনার দৈনিক সংক্রমণ

সুস্থতার হার ৮৮.১১ শতাংশ।

More 19,847 people tested COVID-19 positive in West Bengal | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 21, 2021 7:36 pm
  • Updated:May 21, 2021 8:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী বাংলার কোভিড গ্রাফ। রীতিমতো চোখ রাঙাচ্ছে উত্তর ২৪ পরগনার পরিস্থিতি। এসবের মাঝে আশা জোগাচ্ছে ঊর্ধ্বমুখী সুস্থতার হার। একদিনে সুস্থতার হার পেরোল ৮৮ শতাংশ। এদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা ৬৭১।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯, ৮৪৭ জন। যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। এদিন মধ্যে ৪,২৪০ জনই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানেও তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এদিন। নতুন আক্রান্তের সংখ্যা ৩,৫৬০ জন। তৃতীয় স্থানে উঠে এল হুগলি। একদিনে সংক্রমিত সেখানকার ১,৩৯৩ জন। দক্ষিণ ২৪ পরগনা রয়েছে চতুর্থ স্থানে। সেখানেও একদিনে সংক্রমিত এক হাজারের বেশি। নতুন সংক্রমিতের সংখ্যা ১,২৯৬ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা গ্রাফও রীতিমতো ভয় ধরিয়েছে সেখানকার বাসিন্দাদের। এদিন সব জেলা থেকেই মিলেছে নতুন সংক্রমিতের হদিশ। ফলে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২,২৯, ৮০৫। একদিনে করোনাকে হারিয়ে ঘরে ফিরেছেন ১৯, ০১৭। 

Advertisement

[আরও পড়ুন:অক্সিজেন সিলিন্ডার নিয়ে টানাটানি, আসানসোলে হেনস্থার শিকার রেড ভলান্টিয়ার্স!]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৫৯ জনের। যা আগের দিনের তুলনায় সামান্য হলেও কম। এদিনের মৃতদের মধ্যে ৪৭ জনই উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা। এই পরিসংখ্যানে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বেড়েছে সেখানকার বাসিন্দাদের। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ৩৩ জনের। একদিনে পশ্চিম বর্ধমানে করোনার বলি ১২ জন। এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪, ০৫৪। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৯, ০১৭ জন। তাঁদের মধ্যে ৩,৯৬৩ জন উত্তর ২৪ পরগনার। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১০,৮৩,৫৭০। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৮. ১১ শতাংশ। একদিনে কোভিড টেস্ট হয়েছে ৭৭,৬২৭ জনের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement