সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধীরে ধীরে কমছে মারণ করোনার (Coronavirus) দাপট। ক্রমশ নিম্নমুখী বাংলার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন দু’শোর কম। যা আগের দিনের তুলনায় কম। তবে একদিনে মৃত্যু হয়েছে ৪ জনের। এই মৃত্যুর হার জারি রেখেছে দুশ্চিন্তা।
রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯৫ জন। যা আগের দিনের তুলনায় বেশ কিছুটা কম। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ৪ হাজার ৯৫০ জন। করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে আমজনতা। তবে গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৪ জনের। এখনও পর্যন্ত ভাইরাসের থাবায় রাজ্যে প্রাণ হারিয়েছেন মোট ২১ হাজার ৪৪৫ জন। মৃত্যুহার ১.০২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থতায় কমেছে কিছুটা। একদিনে করোনাকে জয় করেছেন ৪৪৭ জন। আগেরদিন এই সংখ্যাটি ছিল ৪৮২। এখনও পর্যন্ত করোনাকে হারিয়েছেন মোট ২০ লক্ষ ৭৯ হাজার ৮৭০ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ।
করোনা যাতে বিরাটাকার ধারণ করতে না পারে তাই ফের টেস্টিংয়ের উপর দেওয়া হচ্ছে বিশেষ জোর। এদিন ৬ হাজার ১৩৭ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২৬, ২০৬, ৪৭৬ হাজার নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি হার ৩.১৮ শতাংশ। টিকাকরণের উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। এদিন ৯হাজার ৯৯৬ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।করোনা গ্রাফ নিম্নমুখী হলেও সাবধানতা অবলম্বনের বার্তা বিশেষজ্ঞদের। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে সামান্য উদাসীনতাও বিপদ ডেকে আনতে পারে বলেই মনে করছেন তাঁরা। তাই ভিড়ে ঠাসা এলাকায় গেলে মাস্ক ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। ঘন ঘন ব্যবহার করতে হবে স্যানিটাইজারও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.