Advertisement
Advertisement

Breaking News

COVID-19

ক্রমশ সুস্থতার পথে বাংলা, একদিনে রাজ্যে করোনা সংক্রমিত সাড়ে ১৮০০

একদিনে করোনা প্রাণ কেড়েছে ৪৭ জনের।

More 1,852 people tested COVID-19 positive in West Bengal | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 22, 2021 6:29 pm
  • Updated:June 22, 2021 6:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অত্যন্ত সামান্য হলেও গত ২৪ ঘণ্টায় রাজ্যে ঊর্ধ্বমুখী মৃত্যু। একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৪৭ জনের। আগের দিন সংখ্যাটা ছিল ৪২। তবে নিম্নমুখী সংক্রমণ। নতুন করে করোনা থাবা বসিয়েছে রাজ্যের ১,৮৫২ জনের শরীরে। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২,০৩৭ জন।  সুস্থতার হার ঊর্ধ্বমুখী। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিতদের মধ্যে ২০৭ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। তবে আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সামান্য হলেও কমেছে সংক্রমণ। ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে কলকাতা। একদিনে সংক্রমিত সেখানকার ১৭২ জন। তৃতীয় স্থানে দার্জিলিং। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৭১ জন। পূর্ব মেদিনীপুর চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ১৫১ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা (CoronaVirus) গ্রাফও নিম্নমুখী। তবে দার্জিলিংয়ে বাড়ছে সংক্রমণ। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তেরসংখ্যা ১৪,৮৫,৪৩৮।

Advertisement

[আরও পড়ুন: বিপদের বন্ধু, ক্যানসার রোগীর বোন ম্যারো প্রতিস্থাপনের খরচ জোগাবে ‘স্বাস্থ্যসাথী’]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৪৭ জনের। যা আগের দিনের তুলনায় কিছুটা বেশি। এদিনের মৃতদের মধ্যে ১৫ জন উত্তর ২৪ পরগনার। কলকাতায় (Kolkata) করোনার বলি ১১ জন। হুগলিতে মৃত্যু হয়েছে ৭ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭, ৪৩৭ জনের। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ২, ০৩৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৪৫, ৪৯৩। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৩১ শতাংশ। উল্লেখ্য, করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য টিকাকরণে জোর দিলেও আতঙ্কে ভুগছেন বহু মানুষ। যে কারণে অনেকেই টিকা বিমুখ, এবিষয়ে AIIMS কোভিড টাস্ক ফোর্সের চেয়ারম্যান চিকিৎসক নভিত উইগ বলেন, “ভ্যাকসিন নিরাপদ। ভ্যাকসিন নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। ডেল্টা ভেরিয়েন্টের কারণে আমরা দ্রুত টিকাকরণ সম্পূর্ণ করার চেষ্টা করছি।” 

[আরও পড়ুন: বিজেপিতে যোগদানের প্রায়শ্চিত্ত! নেড়া হয়ে তৃণমূলে ফিরলেন আরামবাগের ৫০০ কর্ম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement