ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংক্রমণ নিম্নমুখী হলেও রাজ্যে বাড়ছে মৃত্যু। আগের দিনের তুলনায় সামান্য হলেও মৃতের সংখ্যা বেড়েছে গত ২৪ ঘণ্টায়। তবে কমেছে সংক্রমণ। সুস্থতার হার ৯৭.৪১ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১,৫৯৫ জন রাজ্যবাসী। অর্থাৎ সংক্রমণ আগের দিনের তুলনায় খানিকটা কম। তাঁদের মধ্যে ১৭৬ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। পরপর দু’দিন ওই জেলার দৈনিক সংক্রমণ দুশোর কম। দ্বিতীয় স্থানে উঠে এসেছে পশ্চিম মেদিনীপুর। একদিনে সংক্রমিত সেখানকার ১৬৭ জন। তৃতীয় স্থানে দার্জিলিং। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ১৫৯ জন। কলকাতা চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ১৩১ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা (CoronaVirus) গ্রাফও নিম্নমুখী। তবে দার্জিলিংয়ে বাড়ছে সংক্রমণ। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৯৮,৩০৫ জন।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৩৫ জনের। যা আগের দিনের তুলনায় কিছুটা বেশি। এদিনের মৃতদের মধ্যে ১১ জন উত্তর ২৪ পরগনার। ৭ জন কলকাতার। হুগলিতে মৃত্যু হয়েছে ৫ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭, ৬৭৯ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ২,০২৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৫৯, ৫১০। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৪১ শতাংশ। উল্লেখ্য, রাজ্যে এখনও ৮, ৪৩, ৮৪৭ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি। দ্রতই তাঁদের টিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যদপ্তর। জানানো হয়েছে, এখন থেকে রাজ্যে যে পরিমাণ ভ্যাকসিন আসবে তার ৫০ শতাংশ বরাদ্দ থাকবে দ্বিতীয় ডোজ প্রাপকদের জন্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.