Advertisement
Advertisement
Corona

Coronavirus Update: ফের চোখ রাঙাচ্ছে করোনা! গত ২৪ ঘণ্টায় রাজ্যে ঊর্ধ্বমুখী সংক্রমণ ও অ্যাকটিভ কেস

২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১.৮৫ শতাংশ।

More 135 people tested COVID-19 positive in West Bengal | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 14, 2022 8:34 pm
  • Updated:June 14, 2022 8:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৫ জন। যা আগের দিনের তুলনায় সামান্য হলেও বেশি। ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও। পরপর পাঁচদিনের কোভিডগ্রাফ প্রশ্ন তুলে দিচ্ছে, তবে কি চতুর্থ ঢেউ আসন্ন? সতর্ক থাকার পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবারের রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৩৫ জন। যদিও এদিন টেস্টিংয়ের সংখ্যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। দিন কয়েক আগেও দৈনিক সংক্রমিতের সংখ্যা পঞ্চাশের মধ্যে ছিল। তবে গত চারদিনে তা অনেকটাই বেড়েছে। ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১.৮৫ শতাংশ। তবে তা আগের দিনের তুলনায় কম। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ২০ হাজার ৫৪৪ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। তবে এদিন করোনায় মৃত্যুর সংখ্যা শূন্য। সব মিলিয়ে এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০৬ জন।

Advertisement

[আরও পড়ুন: ‘চলুন বাংলায় বুলডোজার সরকার গড়ি, ডান্ডা মেরে আবর্জনা সরাবে’, বিস্ফোরক শুভেন্দু]

বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৫৭ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৮ হাজার ৪৭২ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯১ শতাংশ। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ৮৪৪ জন। আর হাসপাতালে ভরতি ২২ জন করোনা আক্রান্ত। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্য়া লাগিয়ে বেড়ে দাঁড়ল ৮৬৬ জনে।

কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৭ হাজার ২৮৯ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫৪ লক্ষ ১৬ হাজার ৪০০ টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ৫৩ হাজার ৫৮২ জন। 

[আরও পড়ুন: বেড়েছে রাজ্যের স্কুলগুলির গরমের ছুটির মেয়াদ, সরকারের সিদ্ধান্তের প্রশংসা দিলীপ ঘোষের!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement