সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যায় কলকাতা ও হাওড়াকে টেক্কা দিল হুগলি। শেষ ২৪ ঘণ্টায় হুগলিতে ১৩ জন আক্রান্তের হদিশ মিলেছে। সে তুলনায় কলকাতায় নতুন করে নজন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। আর হাওড়ায় সংক্রামিত হয়েছেন আটজন। তবে চিন্তা বাড়াচ্ছে ভিন রাজ্য থেকে আগত শ্রমিকরা। শনিবার জানা গিয়েছে, নদিয়ায় মহারাষ্ট্র ফেরত ছয় শ্রমিকই করোনা আক্রান্ত। এদিকে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২০০ ছুঁইছুই। তবে বেড়েছে সুস্থতার হারও।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন শতাধিক বাসিন্দা। নতুন ১২৭ জন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। যার জেরে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩,৪৫৯। এই সময়ের মধ্যে রাজ্যে প্রাণ হারিয়েছেন চারজন করোনা আক্রান্ত। বাংলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৭ জন। শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে জারি করা নির্দেশিকায় এমনটাই জানানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে বলা হয়েছে, বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১,৯০৯ জন। সুস্থ হয়ে শেষ ২৪ ঘণ্টায় বাড়ি ফিরেছেন ৬০ জন। ফলে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১,২৮১ জন।
এদিকে আক্রান্তের সংখ্যা বাকি জেলাদের টেক্কা দিচ্ছে কলকাতা। তিলোত্তমায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮২৯ জন। সেখানে হাওড়ায় মোট সক্রিয় আক্রান্ত ৪৯২ জন। তবে উত্তর ২৪ পরগণায়ও আক্রান্তের সংখ্যা রাজ্যের চাপ বাড়াচ্ছে। এদিকে আক্রান্তদের চিহ্নিত করতে রাজ্য জুড়ে বেড়েছে লালারস নমুনা পরীক্ষার হারও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.