Advertisement
Advertisement
Corona

Coronavirus: গত ২৪ ঘণ্টায় একধাক্কায় অনেকটা কমল রাজ্যের সংক্রমণ, করোনার বলি ৭

দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা।

More 1094 people tested COVID-19 in west Bengal | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 25, 2022 6:38 pm
  • Updated:July 25, 2022 8:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিনের কোভিড গ্রাফ চিন্তা বাড়িয়েছে আমজনতার। পথে ঘাটে ফের মাস্ক-স্যানিটাইজার ব্যবহারের প্রবণতা বাড়ছে। এই পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের করোনা সংক্রণ। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৯৪ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কম। ২৪ ঘণ্টায় করোনার বলি ৭ রাজ্যবাসী। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী,  ২৩৮ জন আক্রান্ত হওয়ায় সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। তারপরই রয়েছে কলকাতা। সেখানে আক্রান্ত ২০৩ জন। বীরভূমের সংক্রমিতের সংখ্যা প্রায় দেড়শোর ছুঁইছুঁই। একদিনে সেখানকার ১৪৯ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা।  পঞ্চাশের বেশি সংক্রমিতের খোঁজ মিলেছে পশ্চিম বর্ধমান, দার্জিলং ও দক্ষিণ দিনাজপুরে। একদিনে মৃত ৭ জনের মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনার ২ জন করে। জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে একদিনে মৃত ১ জন করে। 

Advertisement

[আরও পড়ুন: ‘ভোটে জেতার পর দেখতে পাইনি’, বিজেপি বিধায়ক-সাংসদের নামে ‘নিখোঁজ’ পোস্টার পুরুলিয়ায়]

ফাইল ছবি
করোনার গ্রাফ যখন দুশ্চিন্তা বাড়াচ্ছে তখন সুস্থতা স্বস্তি জোগাচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করেছেন ২ হাজার ৭৫৯ জন। এখনও পর্যন্ত মোট ২০ লক্ষ ৮৬ হাজার ৪৮৩ জন। সুস্থতার হার ৯৭.৮৯ শতাংশ। করোনা মোকাবিলায় নমুনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৬৪৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। এদিকে টিকাকরণের উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ৭২ কোটি ৩৭ লক্ষ ৪৬৮ জনকে।

[আরও পড়ুন: অর্পিতার মামার বাড়িতে আনাগোনা ছিল পার্থর! মন্ত্রী ‘ঘনিষ্ঠে’র বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে জাঙ্গিপাড়া]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement