[আরও পড়ুন: একবছরে কাঁকড়া খেয়ে মৃত চার পর্যটক, দিঘার হোটেলে হানা খাদ্যদপ্তরের আধিকারিকদের]
দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে হাওড়া। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৭৯ জন। চতুর্থ স্থানে দক্ষিন ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৬০ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,৩২, ৯০৬।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১২ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে হাওড়া ও কলকাতা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৩ জন করে। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৭৪৫ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮০৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৬,০৫, ৮৩৪। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ২.৮৪ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।