Advertisement
Advertisement

এবার চলন্ত ট্রেনে নীতি পুলিশি, ভিডিও প্রকাশ করে ফেসবুকে সোচ্চার মহিলা

ভিডিওর সূত্র ধরে শুরু হয়েছে তদন্ত৷

Moral policing on Kolkata train, couple abused
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 25, 2018 6:55 pm
  • Updated:June 25, 2018 6:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুটা হয়েছিল মাটির তলায়, কলকাতা মেট্রোতে৷ এখন সেই বিষ বাষ্প ছড়িয়ে পড়েছে শহরের বাতাসে৷ সেজন্যই চলন্ত বাসে মহিলাদের দেখে স্বমেহন করার সাহস দেখায় কেউ৷ অথবা মেলার ভিড়ে সুযোগ বুঝে নাবালিকার সঙ্গে অশ্লীল আচরণ করার মতো বুকের পাটা হয় কারও৷ আবার, শনিবার শিয়ালদহ থেকে বারাকপুরগামী ট্রেনে এক মহিলার সঙ্গে যে অভব্য আচরণ করা হয়েছে, তাও সম্ভবপর হয় প্রগতিশীল এই শহর কলকাতাতেই৷

[তাড়া করে গাড়ির যন্ত্রাংশ পাচার চক্রের পাঁচ দুষ্কৃতীকে ধরল পুলিশ]

Advertisement

আগের ঘটনাগুলিতে অনেক যুক্তিতক্কো আওড়ানো হয়েছে৷ বিতর্কের ঝড় উঠেছে নীতি পুলিশি নিয়ে৷ গাল ভরা নৈতিকতার পাঠ পড়িয়েছেন অনেকে৷ কতটা বদলেছে শহরের মানসিকতা, সেই প্রশ্নটা কিন্তু রয়েই গিয়েছে৷ ঠিক কী ঘটেছিল শনিবার রাতে? ফেসবুকে নিজের প্রোফাইলে ওই মহিলা বিস্তারিতভাবে তা তুলে ধরেন৷ জানান, শিয়ালদহ থেকে নিজের পুরুষ সঙ্গীকে নিয়ে নিজের বারাকপুরের বাড়িতে ফিরছিলেন তিনি৷ ট্রেনে ভিড় ও গরম থাকায় অন্যান্যদের একটু বসার জায়গা দেওয়ার অনুরোধ করেন তিনি৷ অভিযোগ, তারপর থেকেই তাঁদের প্রতি কার্যত মারমুখী হয়ে ওঠেন কয়েকজন ব্যক্তি৷ প্রথমে তাঁকে বলা হয় মহিলাদের জন্য নির্দিষ্ট করে রাখা কামরায় চলে যেতে৷ তারপর কু-রুচিকর মন্তব্য করা হয় তাঁর পোশাক নিয়েও৷ বলা হয়, মেট্রোর ঘটনার জন্য দায়ি এই প্রজন্ম৷

[বৃহস্পতিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি, পরিস্থিতির উপর কড়া নজর রাজ্যের]

জানা গিয়েছে, এরপর ওই মহিলা ও তাঁর পুরুষ সঙ্গী গন্তব্য স্টেশনে নেমে যান৷ অভিযোগ জানান, জিআরপি-তে৷ সূত্রের খবর, অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জিআরপি৷ মহিলাটি যে ভিডিও প্রকাশ করেছে তার সূত্র ধরেই চলছে তদন্ত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement