Advertisement
Advertisement

কীভাবে খুন করতে হবে স্বামীকে, প্রেমিককে শিখিয়েছিল মনুয়াই

মেয়ের ব্যাভিচারের কথা নাকি অজানা ছিল মনুয়ার বাবা-মায়ের!

Monua taught Ajit how to killed her husband
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 23, 2017 10:54 am
  • Updated:May 23, 2017 10:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচারকের কাছে গোপন জবানবন্দি দিতে চায় বারাসত ‘লাইভ মার্ডার’-এর অন্যতম চরিত্র নিহতের স্ত্রী মনুয়া মজুমদার৷ পুলিশের অনুমান, মনুয়া নিজে বাঁচতেই প্রেমিক অজিত রায়কে ফাঁসিয়ে স্বামীহত্যার কাঠগড়ায় তুলতে চাইছে৷ মেয়ে মনুয়া দিনের পর দিন অজিত রায়ের সঙ্গে পরকীয়া চালিয়ে যাচ্ছে অথচ বাবা-মা কিছুই জানতেন না? যদি সেই ব্যভিচারের কথা তাঁরা জানতেন তাহলে কি বাধা দিয়েছিলেন? প্রেমিকের সাহায্য নিয়ে স্বামী অনুপমকে খুন করার তদন্তে নেমে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পুলিশের মনে৷

[তীব্র গরমে স্বস্তি দিতে বিকেলেই নামতে পারে বৃষ্টি]

জানা গিয়েছে, খুনের দিনও নাকি একাধিকবার সহবাস করে মনুয়া ও অজিত৷ মনুয়ার কাছেই বাড়ির ডুপ্লিকেট চাবি ছিল৷ প্রথমে অশোকনগরের বাড়ি থেকে প্রেমিক অজিত বেরিয়ে তার সঙ্গে দেখা করে৷ এরপর দু’জনে একসঙ্গে বাড়িতে ঢোকে৷ মৃত্যু নিশ্চিত করতে বাড়িতে বসেই খুনের খসড়া আরও একবার চূড়ান্ত করে তারা৷ খুনের আগে অনুপমের বেড রুমে শুধুমাত্র শারীরিক সম্পর্কই নয়, হত্যার ট্রায়ালও নাকি দিয়েছিল অজিত-মনুয়া৷ কিভাবে লুকিয়ে থাকতে হবে, ঘরে ঢুকলেই হামলা চালাতে হবে, তার পুরোটাই প্রেমিককে শিখিয়ে দিয়েছিল মনুয়া৷ পরে মনুয়া চলে যায়৷ থেকে যায় অজিত৷

Advertisement

[৩১ মে ধ্বংস হবে পৃথিবী! ভাইরাল ভিডিও]

বর্তমানে দু’জনেই পুলিশের হেফাজতে৷ জেরায় মনুয়া কবুল করেছে, অনুপমকে খুনের আগে সে প্রেমিকের সঙ্গে আদিম খেলায় মেতে উঠেছিল৷ খুনের কিছু সময় আগে প্রেমিকের সঙ্গে বসে চূড়ান্ত ছকও তৈরি করে৷ মদ্যপান ও ঘনঘন সিগারেট খায় অজিত৷ ফ্রিজ খুলে ডিম বের করে ওমলেটও বানায়৷ অকুস্থল থেকে মদের বোতল ও প্রচুর পোড়া সিগারেট পেয়েছে পুলিশ৷ মঙ্গলবারও দু’জনকে জেরা করে পুলিশ৷ এদিনও মনুয়া নিজেকে বাঁচাতে মরিয়া প্রয়াস চালিয়েছে৷ সে পুলিশকে বলেছে, অনুপমকে তার পছন্দ ছিল না৷ জোর করে তার বিয়ে দেওয়া হয়েছিল৷ যদিও মনুয়া পাল্টা দাবি করে বলেছে, স্বামী অনুপম ছিল বিকৃত যৌন রুচিতে মগ্ন৷ প্রতিদিনই নানা ধরনের বিকৃত যৌনাচার করতে বাধ্য করা হত তাকে৷ এর থেকে পরিত্রাণ পেতেই অজিতের সাহায্য চেয়েছিল মনুয়া৷ কিন্তু মনুয়ার এই দাবি কতটা সত্যি তা নিয়ে অজিতকে জেরা করবে পুলিশ৷

[পাকিস্তানে আটক ব্যক্তির ‘কনস্যুলার অ্যাকসেস’ চাইল ভারত]

বারাসতের হৃদয়পুরে অনুপমের বাড়ি৷ মনুয়া পুরসভায় চাকরি করত৷ কাজে তার মন ছিল না৷ দুপুরে সে স্কুটি চালিয়ে বাড়ি আসত৷ প্রতিবেশীরা জানিয়েছেন, স্কুটির পিছনে থাকত এক যুবক৷ তার মাথায় হেলমেট পরা থাকত৷ মনুয়া নিজে হেলমেট না পরে যুবককে হেলমেট পরিয়ে ঘরে ঢোকাত৷ যুবককে যাতে কেউ না চিনে ফেলে তাই হেলমেটে মুখ ঢেকে আনত মনুয়া৷ প্রতিবেশীদের অভিযোগ, একাধিক যুবক আসত৷ টিফিন করার নামে বাড়িতে ঢুকে ওই যুবকদের সঙ্গে শরীরী খেলায় মেতে উঠত মনুয়া৷ প্রশ্ন এখানেই, অনুপমের প্রতি কোনও বিদ্বেষ বা প্রতিশোধ না কি স্রেফ যৌন নেশায় একাধিক যুবকের সঙ্গে বেপরোয়া ফুর্তিতে ডুবে ছিল মনুয়া?

[কুমিরকে নিয়ে রাস্তায় বেরলেন ব্যক্তি, হতবাক পথচলতি মানুষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement