Advertisement
Advertisement
দিঘা

ধেয়ে আসবে দৈত্যাকার ঢেউ, প্রবল জলোচ্ছ্বাসের পূর্বাভাস দিঘায়

ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Monster Tide can jolt Digha beach warns MET dept.
Published by: Subhamay Mandal
  • Posted:September 6, 2019 9:44 am
  • Updated:September 6, 2019 9:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরে নিম্নচাপের জের। দিঘা-বকখালি সৈকতে প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা। ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গ উপকূলে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ক্ষীণ আপাতত। হালকা-বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। নিম্নচাপ ওড়িশা উপকূলের দিকে সরে গেলেও ঝোড়ো হাওয়া বইবে বঙ্গ উপকূলে।

জানা গিয়েছে, শনিবার পর্যন্ত প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ উপকূলে। বিশেষ করে সপ্তাহান্তে দিঘা-বকখালি-তাজপুরে পর্যটকদের ভিড় বাড়ে। জমজমাট সৈকতে অনেকেই জলোচ্ছ্বাস উপভোগ করার আশায় ছোটেন। কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস, জলোচ্ছ্বাস এতটাই তীব্র হতে পারে যে ১২-১৪ ফুট উচ্চতায় উঠতে পারে এক একটা ঢেউ। সেইসঙ্গে দোসর হবে ঝোড়ো হাওয়া। যা প্রায় ঘণ্টা ৪৫ কিমি বেগে বইবে বলে পূর্বাভাস। বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সেই কারণে, দিঘা-বকখালি সৈকতে পুলিশ প্রশাসনের তরফে পর্যটকদের সতর্ক করা হয়েছে। মাইকিং করে সমুদ্রের বড় ঢেউ থেকে দূরে থাকতে বলা হয়েছে।

Advertisement

প্রশাসনরে তরফে মৎস্যজীবীদেরও মাঝ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শনিবার রাত পর্যন্ত মাঝ সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পর্যটকদের নিরাপত্তার জন্য সৈকত সংলগ্ন অঞ্চলে বাড়ানো হয়েছে পুলিশ পিকেটিং।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement