Advertisement
Advertisement

আগামী সপ্তাহেই বাংলায় ঢুকছে বর্ষা, বুধবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

বর্ষার আগমনে অনুঘটকের কাজ করবে নিম্নচাপ৷

Monsoon to enter West Bengal next week
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 6, 2018 9:47 am
  • Updated:June 6, 2018 9:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার আকাশে পাকাপাকিভাবে বর্ষা না ঢুকলেও আজ, বুধবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আলিপুর হওয়া অফিস৷ শুধু বাংলায় নয়, প্রাক বর্ষার মুহূর্তে গোটা দেশজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে৷

এমনিতেই রাজ্যে দরজায় কড়া নাড়ছে বর্ষা৷ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই পশ্চিমবঙ্গে বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের উপ মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এদিন জানান, আগামী ৮ তারিখ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ হতে পারে। যার জেরে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার আশা রয়েছে। স্বাভাবিক নিয়ম মানলে উত্তরবঙ্গে বর্ষার পৌঁছে যাওয়ার কথা ছিল মঙ্গলবারই। কিন্তু, দু’দিন অসমে ঠায় দাঁড়িয়ে রয়েছে মৌসুমি বায়ু। বুধবার সেই অচলাবস্থা কাটার সম্ভাবনা। আর তার জেরেই আগামী ৭২ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকতে চলেছে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। তাঁরা বলছেন, উত্তর-পূর্বাঞ্চল হয়ে উত্তরবঙ্গে বর্ষা সমাগমের স্বাভাবিক সময় ৫ জুন। অচলাবস্থা কাটার পর এবার তার তিন-চারদিন দেরিতে কোচবিহার দিয়ে সে বাংলায় ঢুকবে বলে আবহাওয়াবিদদের আশা।

Advertisement

[বিস্ফোরণে হারিয়েছিল হাত, খুদে পৌলমীকে ৫০ হাজার টাকা অর্থ সাহায্য এসএফআই-এর]

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কেরল দিয়ে বর্ষার মূল শাখাটি নির্ধারিত তারিখের তিনদিন আগে অর্থাৎ ২৯ মে মূল ভারতীয় ভূখণ্ডে ঢুকেছে৷ বর্ষার ওই শাখা আরবসাগর ও বঙ্গোপসাগর হয়ে ক্রমে উপরের দিকে উঠতে থাকে। এই সময়ে আরবসাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলে পশ্চিম ভারতে অতি-সক্রিয় হয়ে ওঠে বর্ষা। উলটোদিকে মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ে পূর্ব ভারতে। আবার বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হলে পূর্ব ভারতের বর্ষাভাগ্য প্রসন্ন হয়। ফলে নতুন নিম্নচাপ বর্ষার আকর্ষণে অনুঘটকের কাজ করবে। সাধারণভাবে ৮ জুন দক্ষিণবঙ্গে বর্ষা এসে যায়। এবার ঠিক কবে পৌঁছবে? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, কেরলে নির্দিষ্ট সময়ের তিন আগে বর্ষা ঢুকেছে৷ দক্ষিণবঙ্গে স্বাভাবিক নিয়মে বর্ষা ঢুকে পড়ার কথা৷ নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে বর্ষা ১১ তারিখের মধ্যে ঢুকে পড়তে পার বলে আশা করা যায়৷ বস্তুত,  ৮ জুনের দু-চারদিন পরে এলেও সেটা স্বাভাবিক হিসাবেই গণ্য হয়। মেঘ দক্ষিণবঙ্গের উপর দিয়েই পাড়ি দিচ্ছে তরাই-ডুয়ার্সে। মায়ানমারে বর্ষার শাখাটি সক্রিয় হলে বঙ্গোপসাগরের বায়ুপ্রবাহেও বদল ঘটবে বলে আবহবিদদের আশা।

[প্রকাশ্যে কটূক্তির জবাব এভাবেই দিলেন তরুণী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement