বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: মন্দিরে হনুমানের লাথিতে প্রাণ গেল মহিলা ভক্তের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নবদ্বীপের গুপীনাথ মন্দিরে। মৃত মহিলার নাম সরস্বতী দাস (৪৮)। বাড়ি হুগলির সিঙ্গুর থানা এলাকার ঘনশ্যামপুরে। নবদ্বীপে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে গুপীনাথ মন্দিরে ভাগবত পাঠ শুনতে যান। সেখানেই বেঘোরে প্রাণ দিলেন ওই মহিলা। এই ঘটনায় মন্দির লাগোয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও মহিলাকে লাথি মারার পর থেকেই গায়েব হনুমানের দল।
জানা গিয়েছে, মঙ্গলবার থেকে নবদ্বীপের চটিরমাঠ এলাকার গুপীনাথের মন্দিরে সাতদিনের ভাগবত পাঠ চলছে। সেখানেই এক আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলেন সরস্বতীদেবী। বুধবার মন্দিরে আসেন ওই গৃহবধূ। জপের মালা নিয়ে ভিড় এড়াতে মন্দির লাগোয়া একটি ঘরের ছাদে ওঠেন তিনি। ছাদে বসেই মালা জপছিলেন সরস্বতীদেবী। এদিকে মন্দির চত্বরে খাবার না পেয়ে ছাদেই লাফালফি করছিল একদল হনুমান। একসময় জপের মালা হাতে ধ্যানমঘ্ন সরস্বতীদেবীর দিকে তাদের চোখ পড়ে। ধেয়ে এসে প্রথমেই ভেঙচি কাটে। হনুমানের তাড়ায় ভয় পয়ে বেশ খানিকটা কিনারে সরে যান ওই মহিলা। এবার রাগের বশে তাঁকে সজোরে লাথি মারে হনুমানের দল। আচমকা লাথিতে ভারসাম্য হারান ওই গৃহবধূ। ছাদের কিনারা থেকে সোজা মন্দির চত্বরে ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে তড়িঘড়ি ভক্তিনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর দেহ মৃতের পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। বে়ড়াতে এসে এহেন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। এদিকে সরস্বতীদেবীকে আক্রমণের পরই মন্দির থেকে উধাও হয় হনুমানের দল। গোটা ঘটনায় গুপীনাথ মন্দিরে আতঙ্কের পরিবেশ তৈরি হলেও ভাগবত পাঠে ইতি পড়েনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.