দেবব্রত মণ্ডল, বারুইপুর: তৃণমূল নেতা এবং তাঁর খুনে অভিযুক্তর হত্যাকাণ্ডে জ্বলছে জয়নগর। তারই মাঝে ভাইরাল তৃণমূল নেতা খুনে অভিযুক্তর গণপিটুনিতে মৃত্যুর আগের শেষ ভিডিও। অঞ্চল সভাপতি সইফউদ্দিন লস্করকে খুন করতে পাঁচজন এসেছিল বলে স্বীকার করল সে। বিস্ফোরক স্বীকারোক্তির পরই মারধরে প্রাণ যায় তার।
২২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ওই ভিডিওয় দেখা গিয়েছে, এক প্রৌঢ় হেঁটে যাচ্ছে। তাকে ঘিরে রেখেছেন অনেকেই। চোখ ছলছল করছে তার। ভাইরাল ভিডিওয় তার নাম জিজ্ঞাসা করতে শোনা গিয়েছে। কেন তৃণমূল নেতাকে টার্গেট করেছিল সে? তার সঙ্গে আর কে কে ছিল? এসব উত্তর জানতে চাওয়া হয়। অস্পষ্ট গলায় উত্তর দেয়। বেশ কয়েকজনের নামও বলে। যদিও তা স্পষ্টভাবে বোঝা যায়নি। মোট পাঁচজন মিলে তৃণমূল নেতাকে খুন করতে গিয়েছিল, তা জানায় অভিযুক্ত। শেষ মুহূর্তের স্বীকারোক্তির পরই উন্মত্ত জনতার গণধোলাইয়ে মৃত্যু। ভিডিও ভাইরাল হলেও অভিযুক্তর নাম, পরিচয় জানা যায়নি।
উল্লেখ্য, সোমবার সকালে জয়নগরের বাঙালবাড়ি মোড়ে খুন হন তৃণমূল অঞ্চল সভাপতি সইফউদ্দিন লস্কর। ঘটনাস্থলের ৫০০ মিটার দূরে পালটা উন্মত্ত জনতার মারে প্রাণ হারায় অভিযুক্ত। আরও একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুনে জড়িতরা প্রায় সকলেই বহিরাগত। সুপারি কিলার দিয়ে সইফউদ্দিনকে খুনের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে খুনের কারণ নিয়ে শাসক-বিরোধীর মধ্যে তুঙ্গে তরজা। তৃণমূল নেতার বাবার দাবি, এই ঘটনার নেপথ্যে সিপিএম। যদিও বিরোধীদের দাবি, তৃণমূল নেতা খুনে জড়িত তৃণমূলই।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.