ছবি- প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের সম্পূর্ণ লকডাউনের (Complete Lockdown) দিনগুলোয় বন্ধ থাকবে ট্রেন ও বিমান পরিষেবা। এ বিষয়ে প্রথমে গররাজি হলেও, পরে নবান্নের আবেদন মেনে তা মঞ্জুর করেছে কেন্দ্র। ফলে আগস্টের ৭ দিন, যে দিনগুলোয় রাজ্যে সম্পূর্ণ লকডাউন, সেই দিনগুলোয় রাজ্যের কোনও স্টেশন থেকে কোনও ট্রেন চলবে না। বাইরে থেকে কোনও ট্রেনও এ রাজ্যে থামবে না। করোনায় সংক্রমণ রুখতে ‘ব্রেক দ্য চেন’ ফর্মুলায় লকডাউনে এটিও এক গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছে নবান্ন।
এ মাসের প্রথম লকডাউন আগামিকাল, বুধবার। ফলে ওইদিন বেশ কয়েকটি স্পেশ্যাল ট্রেন বাতিল। যাত্রীদের সুবিধায় সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে রেল। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে –
এছাড়া আরও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। যার মধ্যে থাকছে সেকেন্দ্রাবাদ-হাওড়া স্পেশ্যাল। এই ট্রেন হাওড়ার বদলে ভুবনেশ্বর পর্যন্ত যাত্রা করবে। ভুবনেশ্বর থেকে নয়াদিল্লি স্পেশ্যাল এবং এসি এক্সপ্রেস চললেও এ রাজ্যের কোনও স্টেশনে তা থামবে না বলে জানিয়ে দিয়েছে রেল। তবে সোমবার সন্ধেবেলাই ফের রাজ্যে লকডাউনের দিন পরিবর্তন হয়েছে। আগস্টের শেষভাগের কয়েকদি দিন বদল করেছে নবান্ন। ফলে সেইমতো রেলকেও ফের ট্রেন বাতিলের নতুন তালিকা তৈরি করতে হবে।
এর আগে গত ২৩ তারিখ রাজ্যে সম্পূর্ণ লকডাউনের দিন পূর্বনির্ধারিত ট্রেন চলাচল করেছিল। ওইদিন যাত্রীদের সুবিধায় রাজ্য সরকারের তরফেই বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছিল। তাতে সম্পূর্ণ লকডাউনের নিয়ম ভাঙা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মনে করেছিলেন। এরপরই রেল এবং অসামরিক বিমান মন্ত্রকের নতুন করে আবেদন জানানো হয় রাজ্যের তরফে যে সম্পূর্ণ লকডাউনের দিনগুলোয় যেন রেল, বিমান পরিবহণও বন্ধ থাকে। সেই আবেদন মেনে রেলের এই সিদ্ধান্ত। ওই দিনগুলোয় রাজ্যের কোনও বিমানবন্দর থেকে উড়ান পরিষেবাও বন্ধ থাকবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.