Advertisement
Advertisement

শহরের আকাশে আজ মোদি ঘুড়ি, প্রধানমন্ত্রীর জন্মদিনে অভিনব উদ্যোগ বিজেপির

সেবা দিবস কর্মসূচির মধ্যে দিয়ে সারা দেশে মোদি হাওয়ায় ফের শান দিয়ে নেওয়াটাও দলের অন্যতম লক্ষ্য বলে মনে করছে রাজনৈতিক মহল৷

Modi Kites To Hit West Bengal Sky In This Viswakarma Puja
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 17, 2016 9:09 am
  • Updated:September 17, 2016 9:09 am  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আজ বাংলার আকাশে উড়বেন মোদি!
তাঁর নামে জ্যাকেট রয়েছে৷ হরিদ্বারের দাদা-বউদির হোটেল লাগোয়া মার্কেটে রীতিমতো ছবি টাঙিয়ে সেই ‘মোদি জ্যাকেট’ বিক্রি হয়৷
আজ বাংলার আকাশে উড়বে মোদি ঘুড়ি৷ সেবা দিবসের মোড়কে প্রধানমন্ত্রীর জন্মদিনে আজ মূলত কলকাতা ও শহরতলিতেই এই ঘুড়ি উড়বে৷ মোদির ছবি দেওয়া ঘুড়ি ওড়ানোর জন্য তুলে দেওয়া হবে কচি-কাঁচা থেকে কিশোরদের হাতে৷
বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানোর রীতি বহুদিনের৷ এই দিন বাংলার আকাশ ছয়লাপ হয় পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গায়৷ আজ ১৭ সেপ্টেম্বর এই বিশ্বকর্মা পুজোর দিন আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনও৷ এই দিনটি সারা দেশে ‘সেবাদিবস’ হিসাবে পালন করার প্রস্তুতি নিয়েছে বিজেপি৷ আর এই তিনটি উপলক্ষকে এক সূত্রে গেঁথে আকাশকে প্রচারের ক্যানভাস করছে বঙ্গ বিজেপি৷ দুইয়ে দুইয়ে চার হল৷ শহর ও শহরতলিতে মোদির ছবি-সহ ঘুড়ি বিলি করবে বিজেপির যুব সংগঠন যুবমোর্চা৷ শুধু তাই নয়, সারা বাংলাজুড়েই আজ রক্তদান থেকে স্বাস্থ্য শিবির৷ কোথাও বৃক্ষরোপণ কিংবা স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করে মূলত সেবা দিবসের মোড়কে, প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করবে গেরুয়া শিবির৷ আসল উদ্দেশ্য সেবাদিবসের মধ্য দিয়ে দলের প্রচার বাড়ানো ও জনসংযোগের পাশাপাশি মোদির ভাবমূর্তিকে আরও তুলে ধরা৷ পাশাপাশি আবার ‘বার্থ-ডে বয়’-কে শুভেচ্ছাও জানানো৷ সেবা দিবস কর্মসূচি পালনে বাংলায় বিজেপি যুব মোর্চার দশ হাজারেরও বেশি নেতা-কর্মী আজ পথে নামছেন৷

modikites1_web
বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তুষারকান্তি ঘোষ জানালেন, “আমাদের সংগঠনের দক্ষিণ কলকাতা জেলা কমিটি সেবা দিবসকে সামনে রেখে পাঁচ হাজারের বেশি ঘুড়ি বিলি করবে৷ আমরা বলেছি সেই সমস্ত ঘুড়িতে প্রধানমন্ত্রীর ছবি যাতে থাকে৷” দলীয় সূত্রে খবর, কলকাতার পাশাপাশি হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে যুব মোর্চার ৩৩টি সাংগঠনিক জেলা কমিটির মধ্যে ৩২টি জেলা কমিটিই সমাজসেবামূলক কর্মসূচি অর্থাত্‍ রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করার উদ্যোগ নিয়েছে৷ একইসঙ্গে মোদি সরকারের মুদ্রা ব্যাঙ্ক ও জনধন যোজনা প্রকল্পের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে আম জনতার জন্য বিশেষ ক্যাম্পও হচ্ছে৷ নরেন্দ্র মোদির জন্মদিন পালন সরাসরি বলছে না বিজেপি৷ সেবা দিবস কর্মসূচির মোড়কেই এই জন্মদিন পালনে কর্মসূচির কথা ইতিমধ্যেই দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দিল্লিতে ঘোষণা করেছেন৷ গত বছর ১৭ সেপ্টেম্বরের দিন প্রধানমন্ত্রীর জন্মদিনে কোনও কর্মসূচি নেয়নি দল৷ ২০০১ থেকে ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত নরেন্দ্র মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন৷ তখনও তাঁর জন্মদিনে দলে এ ধরনের কোনও কর্মসূচি হয়নি বলেই জানালেন এক শীর্ষ নেতা৷ কিন্তু এবছর কেন্দ্রে মোদি সরকারের ২ বছর পূর্ণ হয়েছে৷ তাই এবার ব্যতিক্রম৷ এই সেবা দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বিভিন্ন্ কাজের প্রচারকেই মূলত সারা দেশজুড়ে তুলে ধরতে চাইছে বিজেপি৷ সামনে উত্তরপ্রদেশ নির্বাচন৷ তারপর লোকসভা ভোট৷ তাই এই সেবা দিবস কর্মসূচির মধ্যে দিয়ে সারা দেশে মোদি হাওয়ায় ফের শান দিয়ে নেওয়াটাও দলের অন্যতম লক্ষ্য বলে মনে করছে রাজনৈতিক মহল৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement