রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আজ বাংলার আকাশে উড়বেন মোদি!
তাঁর নামে জ্যাকেট রয়েছে৷ হরিদ্বারের দাদা-বউদির হোটেল লাগোয়া মার্কেটে রীতিমতো ছবি টাঙিয়ে সেই ‘মোদি জ্যাকেট’ বিক্রি হয়৷
আজ বাংলার আকাশে উড়বে মোদি ঘুড়ি৷ সেবা দিবসের মোড়কে প্রধানমন্ত্রীর জন্মদিনে আজ মূলত কলকাতা ও শহরতলিতেই এই ঘুড়ি উড়বে৷ মোদির ছবি দেওয়া ঘুড়ি ওড়ানোর জন্য তুলে দেওয়া হবে কচি-কাঁচা থেকে কিশোরদের হাতে৷
বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানোর রীতি বহুদিনের৷ এই দিন বাংলার আকাশ ছয়লাপ হয় পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গায়৷ আজ ১৭ সেপ্টেম্বর এই বিশ্বকর্মা পুজোর দিন আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনও৷ এই দিনটি সারা দেশে ‘সেবাদিবস’ হিসাবে পালন করার প্রস্তুতি নিয়েছে বিজেপি৷ আর এই তিনটি উপলক্ষকে এক সূত্রে গেঁথে আকাশকে প্রচারের ক্যানভাস করছে বঙ্গ বিজেপি৷ দুইয়ে দুইয়ে চার হল৷ শহর ও শহরতলিতে মোদির ছবি-সহ ঘুড়ি বিলি করবে বিজেপির যুব সংগঠন যুবমোর্চা৷ শুধু তাই নয়, সারা বাংলাজুড়েই আজ রক্তদান থেকে স্বাস্থ্য শিবির৷ কোথাও বৃক্ষরোপণ কিংবা স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করে মূলত সেবা দিবসের মোড়কে, প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করবে গেরুয়া শিবির৷ আসল উদ্দেশ্য সেবাদিবসের মধ্য দিয়ে দলের প্রচার বাড়ানো ও জনসংযোগের পাশাপাশি মোদির ভাবমূর্তিকে আরও তুলে ধরা৷ পাশাপাশি আবার ‘বার্থ-ডে বয়’-কে শুভেচ্ছাও জানানো৷ সেবা দিবস কর্মসূচি পালনে বাংলায় বিজেপি যুব মোর্চার দশ হাজারেরও বেশি নেতা-কর্মী আজ পথে নামছেন৷
বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তুষারকান্তি ঘোষ জানালেন, “আমাদের সংগঠনের দক্ষিণ কলকাতা জেলা কমিটি সেবা দিবসকে সামনে রেখে পাঁচ হাজারের বেশি ঘুড়ি বিলি করবে৷ আমরা বলেছি সেই সমস্ত ঘুড়িতে প্রধানমন্ত্রীর ছবি যাতে থাকে৷” দলীয় সূত্রে খবর, কলকাতার পাশাপাশি হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে যুব মোর্চার ৩৩টি সাংগঠনিক জেলা কমিটির মধ্যে ৩২টি জেলা কমিটিই সমাজসেবামূলক কর্মসূচি অর্থাত্ রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করার উদ্যোগ নিয়েছে৷ একইসঙ্গে মোদি সরকারের মুদ্রা ব্যাঙ্ক ও জনধন যোজনা প্রকল্পের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে আম জনতার জন্য বিশেষ ক্যাম্পও হচ্ছে৷ নরেন্দ্র মোদির জন্মদিন পালন সরাসরি বলছে না বিজেপি৷ সেবা দিবস কর্মসূচির মোড়কেই এই জন্মদিন পালনে কর্মসূচির কথা ইতিমধ্যেই দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দিল্লিতে ঘোষণা করেছেন৷ গত বছর ১৭ সেপ্টেম্বরের দিন প্রধানমন্ত্রীর জন্মদিনে কোনও কর্মসূচি নেয়নি দল৷ ২০০১ থেকে ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত নরেন্দ্র মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন৷ তখনও তাঁর জন্মদিনে দলে এ ধরনের কোনও কর্মসূচি হয়নি বলেই জানালেন এক শীর্ষ নেতা৷ কিন্তু এবছর কেন্দ্রে মোদি সরকারের ২ বছর পূর্ণ হয়েছে৷ তাই এবার ব্যতিক্রম৷ এই সেবা দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বিভিন্ন্ কাজের প্রচারকেই মূলত সারা দেশজুড়ে তুলে ধরতে চাইছে বিজেপি৷ সামনে উত্তরপ্রদেশ নির্বাচন৷ তারপর লোকসভা ভোট৷ তাই এই সেবা দিবস কর্মসূচির মধ্যে দিয়ে সারা দেশে মোদি হাওয়ায় ফের শান দিয়ে নেওয়াটাও দলের অন্যতম লক্ষ্য বলে মনে করছে রাজনৈতিক মহল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.