Advertisement
Advertisement

মোবাইলের ব্যাটারি ফেটে আঙুল উড়ে গেল বালকের

মোবাইল নিয়ে খেলা করতে করতে হঠাৎই ভয়ংকর বিস্ফোরণে ডান হাতের চারটি আঙুল উড়ে গেল এক বালকের৷

Mobile phone blast disfigures youth in Burdwan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 18, 2016 4:46 pm
  • Updated:May 18, 2016 4:46 pm  

স্টাফ রিপোর্টার: মোবাইল নিয়ে খেলা করতে করতে হঠাৎই ভয়ংকর বিস্ফোরণে ডান হাতের চারটি আঙুল উড়ে গেল এক বালকের৷ ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়ায়৷ জখম বালকের নাম শেখ ইরফান (৮)৷ ঘটনার সঙ্গে সঙ্গেই তাকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷

স্কুলে ছুটি৷ সকাল থেকেই বাড়ির বড়রা ব্যস্ত নানা কাজে৷ পড়ার ফাঁকে চার্জে বসানো মোবাইলটি অনেকক্ষণ ধরেই টানছিল বালক ইরফানকে৷ এদিক-ওদিক তাকিয়ে হঠাত্‍ একফাঁকে সে হাতে নিল বাবার মোবাইলটি৷ চলে গেল গেমসে৷ কিছুক্ষণ খেলার পর হঠাৎই ভয়ংকর বিস্ফোরণে কেঁপে উঠল চারদিক৷ ছুটে এলেন বাড়ির বড়রা৷ ধোঁয়ায় ঢাকা ঘরে তাঁদের নজর পড়ল ইরফানের দিকে৷ দেখা গেল, ঘটনার আকস্মিকতায় থম মেরে গিয়েছে ইরফান৷ মুখ-চোখ কালো কালিতে ঢাকা৷ হাত দিয়ে অঝোর ধারায় রক্ত ঝরছে৷ কিছুক্ষণ পর বাবা-মাকে দেখে কেঁদে উঠল তৃতীয় শ্রেণির বালক ইরফান৷

Advertisement

ততক্ষণে পরিষ্কার দেখা গেল ডান হাতের চারটি আঙুল উড়ে গিয়েছে ইরফানের৷ তাড়াতাড়ি বাবা তাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গিয়ে ছুটলেন গাড়ির সন্ধানে৷ একটি অটো ধরে সোজা গেলেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ হাসপাতালে ডাক্তাররা ইরফানকে পরীক্ষা করে প্রাথমিক ওষুধ দিয়ে কলকাতার কোনও হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন৷ সেইমতো অ্যাম্বুল্যান্সে ইরফানকে নিয়ে তার পরিবার রওনা দেয় কলকাতার পথে৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, বরাবরই মোবাইলে গেম খেলার ঝোঁক ইরফানের৷ সুযোগ পেলেই বাড়ির লোকেদের তো বটেই, বাড়িতে আসা অতিথিদেরও মোবাইল ঘাঁটতে শুরু করে একরত্তি ছেলেটি৷ তবে এর আগেও মোবাইল চার্জে দিয়ে গান শোনা বা কথা বলার সময় ব্যাটারি ফেটে মৃত্যু পর্যন্ত হয়েছে অনেকের৷ মোবাইল ব্যবহারকারীদের মধ্যে সতর্কতার অভাবেই এই ধরনের দুর্ঘটনা ঘটে৷ গত বছর মার্চে পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় মোবাইল ফোন চার্জে লাগানো অবস্থায় হঠাত্‍ বিস্ফোরণ ঘটলে মৃত্যু হয় সাত বছরের এক বালকের৷ রাজস্থানের ২৪ বছরের এক যুবকেরও মৃত্যু হয়েছিল চার্জে ফোন লাগিয়ে ব্যবহার করার সময়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement