অরূপ বসাক, মালবাজার: মেসেজ পাঠিয়ে প্রতারণা৷ লাকি ড্রয়ের নামে দামি মোবাইলের টোপ৷ কম দামে রেডমি নোট-৪ পাওয়ার আশায় মোটা অঙ্কের টাকা খোয়ালেন ওদলাবাড়ি এলাকার যুবক৷ অভিযোগ, পোস্ট অফিসে গিয়ে টাকা জমা দেওয়ার পর মোবাইলের পরিবর্তে বন্ধ বাক্স থেকে বেরিয়ে আসে দেবীমূর্তি৷
প্রতারণার শিকার হওয়ার পর সঞ্জয় গুপ্তা নামের ওই যুবক জানান, কিছুদিন আগে তাঁর মোবাইলে একটি মেসেজ এসেছিল৷ ওই মেসেজে সঞ্জয়কে রেডমি নোট-৪ মোবাইল দেওয়া হবে বলে জানানো হয়৷ গত দু’দিন আগেও শাওমি মোবাইল কোম্পানির নাম করে এই মেসেজ আসে৷ মেসেজ ও ফোন করে ওই স্কুল ছাত্রকে বলা হয়, লটারির মাধ্যমে তাঁর নাম উঠেছে৷ সেই জন্য ওই ছাত্র রেডমি নোট-৪ মোবাইল পাবেন৷ সেই জন্য কাছাকাছি পোস্ট অফিসে ৩ হাজার ৭০০ টাকা দিয়ে মোবাইলটি নিয়ে নিতে বলা হয় ওই ছাত্রকে৷ গত শনিবার ওই যুবক পোস্ট অফিসে ৩৭০০ টাকা দিয়ে মোবাইলের প্যাকেট বাড়িতে নিয়ে আসে৷
বাড়ি এসে সেই প্যাকেট খুলে দেখেন, সেই প্যাকেটের মধ্যে ছোট একটি ঠাকুরের মূর্তি৷ এরপর তিনি সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ জানান৷ এরপর শাওমি কোম্পানির পরিচয় দিয়ে যে ব্যক্তি এই যুবককে পোস্ট অফিস থেকে মোবাইল নিতে বলেছিলেন, তিনি জানান লোক পাঠিয়ে টাকা ফেরত পাঠিয়ে দেওয়া হবে৷ অভিযোগ, বাক্স ফেরত পাঠানোর কথা বলা হলেও পরে আর কোনও কোম্পানির তরফে ওই যুবকের সঙ্গে যোগাযোগ করা হয়নি৷
সম্প্রতি, কাঁথিতে একই ভাবে অনলাইনে মোবাইল কিনে প্রতারণার শিকার হন এক যুবক৷ ফ্লিপকার্টের মতো জনপ্রিয় অনলাইন সংস্থার মাধ্যমে মোবাইল বুক করে প্রতারিত হল ওই যুবক৷ মোবাইলের বদলে তাঁকে ইট পাঠানো হয়েছে বলে অভিযোগ। ঘটনায় থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। কিন্তু, জলপাইগুড়ির এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের না হলেও অনলাইনে কেনাকাটার উপর এবার আস্থা হারাতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.