Advertisement
Advertisement

Breaking News

এবার কলেজে অধ্যাপকদের মোবাইলেও নিষেধাজ্ঞা

পরীক্ষা চলাকালীন কোনওভাবেই যাতে প্রশ্নপত্র বাইরে না যায় তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার৷

Mobile is prohibited for college Professors
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 13, 2016 8:51 am
  • Updated:December 13, 2016 9:23 am  

দীপঙ্কর মণ্ডল: কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্রে এবার শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরও মোবাইল নিষিদ্ধ হচ্ছে৷ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে এই নিয়ম চালু আছে৷ উচ্চশিক্ষা দফতরে গোপন রিপোর্ট এসেছে, রাজ্যে ক্রমশ ই-টুকলি বাড়ছে৷

সাবেক পদ্ধতিতে ‘মাইক্রো জেরক্স’ হাতে টুকলি করা প্রায় বন্ধ৷ মোবাইল-সহ বিভিন্ন অনলাইন প্রযুক্তির সাহায্যে পরীক্ষায় নকল করার প্রবণতা বাড়ছে৷ এই কু-অভ্যাস পুরোপুরি নির্মূল করতে চায় সরকার৷ শুক্রবার বিধানসভায় নিজের ঘরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন৷ ঘনিষ্ঠদের তিনি বলেন, “ই-টুকলি রোধে আমরা ছাত্র-ছাত্রীদের মোবাইল নিষিদ্ধ করেছি৷ স্কুলস্তরের পরীক্ষায় শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে মোবাইল বাইরে রেখে যেতে হয়৷ এবার কলেজ ও বিশ্ববিদ্যালয়স্তরে এই ব্যবস্থা চালু করব৷”

Advertisement

ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপকরা জানিয়েছেন, মোবাইলে এখন প্রতিটি বিষয়ের অ্যাপস পাওয়া যায়৷ ছোট্ট অ্যাপসের মধ্যে গোটা বই থাকে৷ কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনও চ্যাপ্টার খোঁজা কোনও সমস্যাই নয়৷ পরীক্ষাকেন্দ্রে মোবাইল থাকলে নকল করা কঠিন কাজ নয়৷ কিছু কলেজে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে৷ পরীক্ষার সময় নজরদারিও কড়া করা হয়৷ কিন্তু শৌচাগারে কোনওভাবে একটি মোবাইল রেখে দিতে পারলেই কেল্লা ফতে৷ এই কাজে অশিক্ষক কর্মীদের একটি অংশ সাহায্য করেন বলে অভিযোগ৷ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলা থেকে টোকাটুকির খবর পাওয়া যায়৷ স্মার্টফোন থাকলে হোয়াটস অ্যাপের মাধ্যমে বাইরে নিমেষে প্রশ্নপত্র পাঠানো যায়৷ প্রশ্নপত্র বাইরে গেলে দরজা-জানালার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে উত্তর বলে দেওয়ার ছবি দেখা যায়৷ পরীক্ষাকেন্দ্রের ভিতরে লিখিত উত্তর পৌঁছে দেওয়ার ঘটনাও জানা যায়৷

পরীক্ষা চলাকালীন কোনওভাবেই যাতে প্রশ্নপত্র বাইরে না যায় তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার৷ স্কুলস্তরের পরীক্ষায় ছাত্র-ছাত্রী-সহ শিক্ষকদের মেবাইলেও নিষেধাজ্ঞা জারি হয়েছে৷ কিন্তু কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এই নিষেধাজ্ঞা নেই৷ বিভিন্ন পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজে ই-টুকলি বাড়ছে বলে অভিযোগ৷ উচ্চশিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষাকেন্দ্রে মোবাইল পুরোপুরি নিষিদ্ধ করতে নির্দেশিকা জারি হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement