প্রতীকী ছবি।
অর্ণব দাস, বারাকপুর: ফের ছেলেধরা সন্দেহে মারধর! বারাসত চত্বরের পর এবার বারাকপুর কমিশনারেট চত্বরেও গণপ্রহারের ঘটনা ঘটল। অভিযোগ, ইদের মেলায় বেড়াতে আসা এক যুবককে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তিনি আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন। গুজব রটিয়ে মারধরের ঘটনার প্রতিবাদে সরব মোহনপুর এলাকার বাসিন্দা। থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইদ উপলক্ষে মোহনপুর পঞ্চায়েতের কাঠালিয়ায় মেলায় এসেছিলেন এক যুবক। তিনি পাতুলিয়া পঞ্চায়েতের বাসিন্দা নাজির হোসেন। বয়স ৩২ বছর। মেলায় ঘোরাঘুরির সময় কয়েকজন যুবক তাঁকে ঘিরে ধরে। বলে, “তুই এলাকার বাচ্চা চুরি করতে এসেছিস।” এর পরই শুরু হয় গণপ্রহার। গুরুতর জখম অবস্থায় নাজির হোসেনকে প্রথমে বারাকপুর বি এন বসু হসপিটাল ও পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কলকাতা আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এদিকে মারধরের খবর ছড়িয়ে পড়তেই নাজিরের পরিবার ও পরিজন মোহনপুর থানায় এসে বিক্ষোভ দেখায়। অভিযোগ দায়ের করে। এবং দোষীর শাস্তি দাবি করেতে বিক্ষোভ দেখান তাঁরা। এলাকার লোকের দাবি, ভালো একটা ছেলেকে এভাবে ছেলে ধরা অপবাদ দিয়ে মারধর করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। এলাকার উত্তেজনা থাকার পুলিশ পিকেট বসানো হয়েছে।
প্রসঙ্গত, ছেলেধরা গুজবে একের পর এক গণধোলাইয়ের খবর সামনে আসছে। শুক্রবার এই গুজবের শিকার হয়েছেন মানসিক ভারসাম্যহীন এক মহিলা। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ফের গণপ্রহারের ঘটনা ঘটল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.