Advertisement
Advertisement

ধুলাগড়ে হামলাকারীদের মুখে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান

তবে কি এই হামলা পূর্বপরিকল্পিত?

Mob chanting ‘Pakistan Zindabad’ burnt my home: Dhulagarh riots victim
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 28, 2016 7:05 pm
  • Updated:December 28, 2016 7:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২ সপ্তাহ ধরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তাল হয়ে রয়েছে হাওড়ার ধুলাগড়৷ নবান্ন থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত ধুলাগড়ের অধিকাংশ বাসিন্দাই এখন গৃহহীন৷ কিন্তু এবার যে অভিযোগ উঠেছে তা আরও বিস্ফোরক!

ধুলাগড় কাণ্ডে সাংবাদিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, যে দুষ্কৃতীরা ধুলাগড়ের বাসিন্দাদের বাড়ি পুড়িয়েছে, লুঠপাট করেছে, তাদের মুখে শোনা গিয়েছে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান৷ ধুলাগড়ের বাসিন্দা মৈত্রী মণ্ডলের অভিযোগ, যে দুষ্কৃতীরা তাঁর বাড়িতে হামলা চালিয়েছে, তাদের মুখে শোনা গিয়েছে পাকিস্তানের নামে জয়ধ্বনি৷ আসন্ন ফেব্রুয়ারি মাসে তাঁর সন্তানের বোর্ডের পরীক্ষা, অথচ দুষ্কৃতীদের তান্ডবে তাঁর পুত্রের আর কোনও বইপত্র অবশিষ্ট নেই বলে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি৷

Advertisement

স্কুলে নবি দিবস পালনকে ঘিরে উত্তেজনা, হামলা বহিরাগতদের

ধুলাগড়ের পরিস্থিতি নিয়ে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন বাসিন্দাদের একাংশ, দাবি সর্বভারতীয় সংবাদমাধ্যমের৷ দিলীপ খাঁড়া নাম এক বাসিন্দার অভিযোগ, দুষ্কৃতীরা যখন তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে, তখন পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে৷ তাঁর প্রতিবেশী শুভ্রা খাঁড়ার অভিযোগ, দুষ্কৃতীরা পরিকল্পনামাফিক হামলা চালায়৷ টাকা ও গয়না লুঠ করার পর তারা কেরোসিন ঢেলে শুভ্রাদেবীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ৷

ধুলাগড়ে ঢুকতে দেওয়া হল না বিজেপির সংসদীয় দলকে

ধুলাগড়ে এখন বিরাজ করছে নিস্তব্ধতা৷ পোড়া বাড়ি, বন্ধ দোকান, ভাঙা গাড়ি- ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাঙ্গামার প্রমাণ৷ সেখানে কোনও রাজনৈতিক দলের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন৷ কংগ্রেস, বিজেপি বা সিপিএমের প্রতিনিধি দলকে ধুলাগড়ে ঢোকার বেশ কয়েক কিলোমিটার আগেই থামিয়ে দিয়েছে পুলিশ৷

ডিজির কাছে ধুলাগড়ের পরিস্থিতি জানতে চাইলেন রাজ্যপাল

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement