সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২ সপ্তাহ ধরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তাল হয়ে রয়েছে হাওড়ার ধুলাগড়৷ নবান্ন থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত ধুলাগড়ের অধিকাংশ বাসিন্দাই এখন গৃহহীন৷ কিন্তু এবার যে অভিযোগ উঠেছে তা আরও বিস্ফোরক!
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, যে দুষ্কৃতীরা ধুলাগড়ের বাসিন্দাদের বাড়ি পুড়িয়েছে, লুঠপাট করেছে, তাদের মুখে শোনা গিয়েছে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান৷ ধুলাগড়ের বাসিন্দা মৈত্রী মণ্ডলের অভিযোগ, যে দুষ্কৃতীরা তাঁর বাড়িতে হামলা চালিয়েছে, তাদের মুখে শোনা গিয়েছে পাকিস্তানের নামে জয়ধ্বনি৷ আসন্ন ফেব্রুয়ারি মাসে তাঁর সন্তানের বোর্ডের পরীক্ষা, অথচ দুষ্কৃতীদের তান্ডবে তাঁর পুত্রের আর কোনও বইপত্র অবশিষ্ট নেই বলে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি৷
ধুলাগড়ের পরিস্থিতি নিয়ে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন বাসিন্দাদের একাংশ, দাবি সর্বভারতীয় সংবাদমাধ্যমের৷ দিলীপ খাঁড়া নাম এক বাসিন্দার অভিযোগ, দুষ্কৃতীরা যখন তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে, তখন পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে৷ তাঁর প্রতিবেশী শুভ্রা খাঁড়ার অভিযোগ, দুষ্কৃতীরা পরিকল্পনামাফিক হামলা চালায়৷ টাকা ও গয়না লুঠ করার পর তারা কেরোসিন ঢেলে শুভ্রাদেবীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ৷
ধুলাগড়ে এখন বিরাজ করছে নিস্তব্ধতা৷ পোড়া বাড়ি, বন্ধ দোকান, ভাঙা গাড়ি- ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাঙ্গামার প্রমাণ৷ সেখানে কোনও রাজনৈতিক দলের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন৷ কংগ্রেস, বিজেপি বা সিপিএমের প্রতিনিধি দলকে ধুলাগড়ে ঢোকার বেশ কয়েক কিলোমিটার আগেই থামিয়ে দিয়েছে পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.