সৈকত মাইতি, তমলুক: চুরি ছিনতাইয়ের ঘটনা নতুন কিছু নয়। তবে এবার খোদ বিধায়কেরই গাড়ি চুরির অভিযোগ উঠল তমলুকে। অভিযোগ জানিয়ে তমলুক থানার দ্বারস্থ হয়েছেন ওই গাড়ির চালক। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে পুরনো মডেলের একটি সাদা অ্যাম্বাসেডর গাড়ি শখ করে কিনেছিলেন বহুদিন আগে। ব্যাংকে লোন নিয়ে কেনা সেই শখের গাড়িটি এখন জেলা দপ্তরের অধীনে ভাড়ায় চলছিল বিগত প্রায় ১২ বছর ধরে।
বিধায়কের দাবি, হলদিয়ার এক অসহায় পরিবারের অন্ন সংস্থান হচ্ছিল ওই গাড়িটি থেকেই। যার চালক ছিলেন হলদিয়ার বাসুদেবপুর এলাকার বাসিন্দা চন্দনকুমার মান্না। গাড়িটি ব্যবহার করতেন জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার গৌতম সাধুখাঁ। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার তমলুকের নিমতলা মোড় সংলগ্ন পুরনো জেলা শিল্প কেন্দ্রের অফিসের সামনেই রাখা ছিল গাড়িটি। এদিন রাত প্রায় সাড়ে দশটা নাগাদ গাড়িটি রেখে চাবি লাগিয়ে নিজের বাড়িতে ফিরে যান চন্দনবাবু। পরের দিন ফিরে এসে দেখেন, বিধায়কের সেই সাদা গাড়িটি আর নেই। আত তাতেই মাথায় হাত পড়ে তাঁর।
পুলিশের কাছে অভিযোগ জানিয়ে চন্দনবাবু বলেন, “গাড়ির খরচ মিটিয়ে যেটুকু রোজগার হত তাতে কোনও রকমে সংসার চলত আমাদের। বিধায়কবাবু প্রায় ১২ বছর আগে আমাকে এই কর্মসংস্থানের সুযোগটা করে দিয়েছিলেন। প্রায় ১২ বছর ধরে একই জায়গায় গাড়িটি রাখা থাকত। কিন্তু এভাবে যে দুষ্কৃতীদের নজর আমাদের গাড়ির উপর পড়বে তা ভাবতেই পারিনি।” এদিকে ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ অফিসারেরা। সেখানেই দেখা গিয়েছে, ভোর প্রায় সাড়ে ৪টা নাগাদ গাড়িটি নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী।
এই বিষয়টি জানতে পেরে শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার গৌতম সাধুখাঁ জানিয়েছেন, “সাদা এম্বাসেডর গাড়িটি আমি চড়তাম। কিন্তু আচমকা শুনছি গাড়িটি চুরি হয়ে গিয়েছে।” গাড়ির মালিক বিধায়ক সুকুমার দে বলেন, “এমনটা একেবারেই অপ্রত্যাশিত। বহু আগে শখ করে একটা সাদা অ্যাম্বাসেডর গাড়ি লোন নিয়ে কিনেছিলাম। এর পর অসহায় এক গাড়ি চালকের কর্মসংস্থানের কথা ভেবে তাঁর হাতে তুলে দিয়েছিলাম। যত সামান্য যেটুকু উপার্জন হত তা দিয়েই ওই চালকের পরিবারের দিন চলত।” ঘটনা প্রসঙ্গে তমলুকের আই সি সুভাষচন্দ্র ঘোষ জানিয়েছেন, “আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে।”
উল্লেখ্য, এর আগেও জেলা সদর শহর তমলুকের হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে থাকা পুরনো এসপি অফিসের সামনে থেকেই একটি তেল বোঝাই লরি চুরি হয়ে গিয়েছিল। সম্প্রতি তমলুকের এই নিমতলা এলাকায় একের পর এক চুরির ঘটনার অভিযোগ আসছিল। একাধিক টোটো চুরির অভিযোগের পাশাপাশি দিন কয়েক আগে ওই একই এলাকা থেকে আরও একটি গাড়ি চুরির চেষ্টা হয় বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে বিধায়কের গাড়ি চুরি হয়ে যাওয়ায় শহরজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.