Advertisement
Advertisement
MLA Saokat Mollah

‘চার পয়সার নকুলদানা! তৃণমূল পাগল কেনে না’, নওশাদকে বেনজির আক্রমণ শওকতের

সম্প্রতি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি দাবি করেছিলেন তাঁকেও কিনতে চেয়েছিল তৃণমূল।

MLA Saokat Mollah slams Nawsad Siddique | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 5, 2023 1:56 pm
  • Updated:June 5, 2023 1:56 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: সম্প্রতি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি দাবি করেছিলেন তাঁকেও কিনতে চেয়েছিল তৃণমূল। সেই মন্তব্যের প্রেক্ষিতে নওশাদকে আক্রমণ করলেন শওকত মোল্লা। বললেন, ‘তৃণমূল ছাগল কিনবে, কিন্তু কোনও পাগলকে কিনবে না।’

রবিবার ভাঙড়ের আম্রশ্বরে এক জনসভায় উপস্থিত হন বিধায়ক শওকত মোল্লা, ভাঙড় ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শাজাহান মোল্লা, কাইজার আহমেদ, বাহারুল ইসলাম, আহসান মোল্লা, বাদল মোল্লা, সাত্তার মোল্লা-সহ ব্লক তৃণমূলের নেতৃত্ব। সেখানেই শওকত মোল্লা বলেন, “এই এলাকায় আইএসএফ ও বিজেপির কিছু লোকজন আছে। আজকে আমাদের এই জনসভার পর থেকে তাঁদের টিকি খুঁজে পাওয়া যাবে না। ভাঙড় বিধানসভা থেকে একটা ভণ্ড, দালাল, চিটিংবাজ নির্বাচিত হয়েছেন। টিভিতে এখন তাকে দেখা যাচ্ছে না। মানুষ তাঁকে ঘৃণা করছে। মাসে এক দু’বার আসেন ঘুরে চলে যান। হঠাৎ তিনি বলছেন, তাঁকে কেনার জন্য মোটা টাকার অফার দেওয়া হয়েছে। মন্ত্রিত্ব দেওয়ার কথা বলা হয়েছে। যখন তাকে জিজ্ঞাসা করা হয় কবে তাঁকে অফার দেওয়া হয়েছিল? তখন তিনি বলেন, যখন বিধায়ক হিসেবে শপথ নিয়েছিলেন সেই সময়।”

Advertisement

[আরও পড়ুন: মৃত্যুপুরী থেকে দেহ ফেরাতে নাজেহাল পরিজনরা, কেউ তুললেন চাঁদা, কারও গয়না বন্ধক]

শওকতের কথায়, “গত বিধানসভা নির্বাচনে সাম্প্রদায়িক শক্তি বিজেপি থেকে শুরু করে সমস্ত বিরোধী রাজনৈতিক দল ধরাশায়ী। তখন আমাদের দল ২১৩ টি আসন পেয়ে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শপথ নিচ্ছেন। তখন নাকি আমাদের এত অভাব হয়ে গেল চার পয়সার নকুলদানাকে আমাদের কিনতে হবে। এর থেকে বড় মিথ্যেবাদী, ধাপ্পাবাজ আর কেউ হতে পারে না। তৃণমূলের এত অভাব হয়নি। তৃণমূল ছাগল কিনতে পারে কিন্তু কোনও পাগলকে কিনবে না।” কিসের জন্য আমরা তাকে কিনতে যাব। তাঁকে নাকি অনেক বড় মন্ত্রিত্ব দেওয়ার কথা বলা হয়েছিল!

এরপরই ব্যঙ্গ করে শওকত বলেন, “বলা হচ্ছে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী করার কথা বলা হয়েছিল। আমি শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রী নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর যে জল তোলে তাঁর দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। তুমি যতই মিথ্যা কথা বল, টিআরপি বাড়ানোর চেষ্টা করো ভাঙড়ের মানুষ সব বুঝে গিয়েছে, তাঁরা তৃণমূলের সঙ্গে আছে।” এদিন ওই জনসভার মঞ্চ থেকে বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালনও করা হয়। তিনি বলেন, আমাদের জেলায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আমরা মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে ছুটে বেড়াচ্ছি।

[আরও পড়ুন: ওড়িশা রেল দুর্ঘটনা: নিহতদের পরিবারকে ব‌্যক্তিগত সাহায্য, ৬ সদস্যের কমিটি গঠন অভিষেকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement