Advertisement
Advertisement
দিদিকে বলো

‘দিদিকে বলো’র প্রচারে ধান বুনলেন বিধায়ক, পান্তা দিয়েই সারলেন মধ্যাহ্নভোজ

শনিবার এলাকার এক দলীয় কর্মীর বাড়িতেই রাতে থাকবেন বিধায়ক।

MLA of Canning Paschim visited his area for Didike Bolo campaign
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 24, 2019 8:28 pm
  • Updated:August 24, 2019 8:29 pm

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ‘দিদিকে বলো’র প্রচারে শনিবার অন্য মেজাজে দেখা গেল ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মণ্ডলকে। মাঠে নেমে কৃষকদের সঙ্গে রীতিমতো চাষের কাজে হাত লাগালেন তিনি। দলীয় কর্মীর মাটির ঘরে বসে পান্তা দিয়েই সারলেন মধ্যাহ্নভোজ। বিধায়ককে মাটির এত কাছাকাছি পেয়ে আপ্লুত এলাকার বাসিন্দারা।

[আরও পড়ুন:ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে মহিলা প্রমোটার যোগ, ২ সুপারি কিলারের গ্রেপ্তারিতে ফাঁস রহস্য]

লোকসভা ভোটে ভরাডুবির পর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল। জনসংযোগ বাড়াতে ‘দিদিকে বলো’ কর্মসূচি শুরু করেছে শাসকদল। যে কোনও সমস্যায় এখন মুখ্যমন্ত্রীর সহযোগিতা মিলছে ফোন করলেই। সেইসঙ্গে সরকারের কাজে কোথায় ফাঁকফোকর রয়ে গিয়েছে, কোথায় ঠিকঠাক পরিষেবা মিলছে না, জনগণের কাছ থেকে এসব খবর আদায় করতে আদাজল খেয়ে লেগে পড়েছে দলের কর্মীরা।

Advertisement

শনিবার সকালে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে সেই ‘দিদিকে বলো’ কর্মসূচির প্রচারে নিজের বিধানসভা এলাকায় যান ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মণ্ডল। গাড়ি নিয়ে এলাকায় ঢুকতেই কাদায় আটকে যায় গাড়ির চাকা। এরপর বৃষ্টি মাথায় নিয়ে পায়ে হেঁটেই এলাকায় ঢোকেন তিনি। ক্যানিং এক নম্বর ব্লকের হেড়োভাঙা এলাকায় পৌঁছতেই কৃষকদের সঙ্গে মাঠে নেমে পড়েন শ্যামলবাবু। নিজের হাতে ধানের আঁটি নিয়ে তা জমিতে বসান আর পাঁচজন কৃষকের মতোই। এরপর অন্য এক কৃষকের মাটির বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখানে পেঁয়াজ, লঙ্কা সহযোগে পান্তা দিয়েই সারেন মধ্যাহ্নভোজ। বিধায়ককে এত কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।

shyamal-mandal-2
পান্তা দিয়েই মধ্যাহ্নভোজ সারলেন বিধায়ক

[আরও পড়ুন:‘দিদিকে বলো, হরি বলো’, নয়া ব্যঙ্গাত্মক স্লোগান তৃণমূলকে কটাক্ষ বাবুল সুপ্রিয়র]

তাঁকে কাছে পেয়ে কেউ কেউ এলাকার সমস্যার কথা জানান। কেউ আবার প্রশংসা করেন রাজ্য সরকারের একাধিক প্রকল্পের। সব সমস্যা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন শ্যামলবাবু। শনিবারই ‘দিদিকে বলো’ কর্মসূচির প্রচারের প্রথম দিন ছিল শ্যামলবাবুর। এদিন রাতে দলের এক কর্মীর বাড়িতে থাকবেন বিধায়ক। কথা বলবেন এলাকার আরও বাসিন্দাদের সঙ্গে।   

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement