ফাইল ছবি
অরিজিৎ গুপ্ত, হাওড়া: দুর্ঘটনার কবলে নওশাদ সিদ্দিকির গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁতরাগাছির কাছেই। বরাতজোরে রক্ষা পেয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। সুস্থই রয়েছেন তিনি। এই ঘটনার নেপথ্যে কোনও চক্রান্ত থাকতে পারে বলেই মনে করছেন বিধায়ক।
সোমবার নওশাদ সিদ্দিকি বিধানসভার উদ্দেশে রওনা হন। যাওয়ার পথে সাঁতরাগাছির কাছে পঞ্চবটি এলাকায় বিপত্তি। জানা গিয়েছে, সিগন্যাল না থাকা সত্ত্বেও প্রথমে একটি অল্টো গাড়ি দাঁড়িয়ে পড়ে। তারপর একে একে স্করপিও এবং খাবার সরবরাহকারী গাড়িও দাঁড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে এরপর বিধায়কের গাড়ি পিছন দিক থেকে খাবার সরবরাহকারী গাড়িটিতে ধাক্কা মারে। বিধায়কের গাড়ির বনেটের ব্যাপক ক্ষতি হয়। তবে বরাতজোরে বিধায়কের চোটাঘাত লাগেনি।
দুর্ঘটনার জেরে স্বাভাবিকভাবেই আতঙ্কিত বিধায়ক। তিনি জানান, দুর্ঘটনাস্থলে সিগন্যাল না থাকা সত্ত্বেও কেন গাড়িটি দাঁড়িয়ে পড়ল, তা তিনি কিছুতেই বুঝতে পারছেন না। এই ঘটনার নেপথ্যে কোনও চক্রান্ত থাকতে পারে বলেও আশঙ্কা নওশাদের। এদিকে, এই দুর্ঘটনার জেরে সাঁতরাগাছি সংলগ্ন জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। যত তাড়াতাড়ি সম্ভব যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেই প্রশাসনিক সূত্রে খবর।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.