Advertisement
Advertisement
MLA Asit Majumdar

পুনর্বাসন ছাড়া উচ্ছেদে ‘না’, চুঁচুড়ায় রেল কোয়ার্টার ভাঙতে এসে বিধায়কের তাড়া খেলেন শ্রমিকরা!

'দাবাং' বিধায়ক অসিত মজুমদার রেল কোয়ার্টারে বসবাসকারীদের পাশে দাঁড়ান।

MLA Asit Majumdar stops worker from demolishing rail quarters in Chinsurah
Published by: Sayani Sen
  • Posted:February 16, 2025 5:26 pm
  • Updated:February 16, 2025 5:26 pm  

সুমন করাতি, হুগলি: রেল বনাম তৃণমূল বিধায়কের লড়াই। রেল কোয়ার্টার খালি করতে এসে হুগলির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের তাড়া খেলেন উচ্ছেদকারীরা। বিধায়কের ‘দাবাং’ রূপ দেখে এলাকা ছাড়লেন রেলকর্মীরা। পুনর্বাসনের বন্দোবস্ত ছাড়া উচ্ছেদ নয় বলেই দাবি রেলের জমিতে বসবাসকারীদের।

রবিবার সকালে বিধায়ক অসিত মজুমদার খবর পান রেল কোয়ার্টার ভাঙা শুরু হয়ে গিয়েছে। সেটি ভাঙার বরাত পেয়েছেন এলাকার তৃণমূল নেতা। খবর পাওয়ামাত্রই রেল কোয়ার্টারের কাছে পৌঁছন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। রীতিমতো ভাঙতে আসা শ্রমিকদের তাড়া করেন বিধায়ক। সেখানে কাজ করতে থাকা বেশ কয়েকজন শ্রমিক বিধায়ককে দেখে দৌড়তে শুরু করেন। রেল কোয়ার্টারে বসবাসকারীদের পাশে দাঁড়ান ‘দাবাং’ বিধায়ক। তাঁর হুঙ্কার, “আবার ভাঙতে আসলে ধরে মারুন। তৃণমূলের কেউ যুক্ত থাকলে, তাকে দল করতে দেব না।”

Advertisement

রেল সূত্রে খবর, চুঁচুড়ার ওই রেল কোয়ার্টারে গত প্রায় ৫০ বছর ধরে বেশ কয়েকজন অবৈধ বসবাসকারী রয়েছেন। তাঁদের রেল কোয়ার্টার খালি করে দেওয়ার কথা জানানো হয়। রেলের তরফে কোয়ার্টার খালি করার জন্য নোটিসও দেওয়া হয়। তা সত্ত্বেও লাভ হয়নি কিছুই। পুনর্বাসন না পাওয়া পর্যন্ত বসবাস করবেন বলেই জানান বসবাসকারী। রেলের যুক্তি, যাঁরা রয়েছেন তাঁরা নিয়মবিরুদ্ধভাবে বাস করছেন। তাই পুনর্বাসন দেওয়ার দায়িত্ব রেলের নয়। তাই নোটিস দেওয়ার পর নির্ধারিত সময়সীমা কেটে যাওয়ায় রবিবার সকাল থেকে কোয়ার্টার ভাঙার কাজ শুরু করে রেল। পুনর্বাসনের বন্দোবস্ত না হলে ওই রেল কোয়ার্টার ছাড়বেন না বলে সাফ জানিয়েছেন বসবাসকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub