শান্তনু কর, জলপাইগুড়ি: বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই তৃণমূলের (TMC) অন্দরে বাড়ছে চাপ। ‘বেসুরো’ একের পর এক বিধায়ক, মন্ত্রী। কখনও ভোটকৌশলী প্রশান্ত কিশোর আবার কখনও প্রকাশ্যে মুখ খুলে গোষ্ঠীদ্বন্দ্বকেই যেন সিলমোহর দিচ্ছে তারা। এই পরিস্থিতিতে ফের দলের অস্বস্তি বাড়ালেন জলপাইগুড়ির ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী।
শনিবার জলপাইগুড়ি (Jalpaiguri) তৃণমূলের কোর কমিটির বৈঠক ছিল। সেখানে যোগ দেন অনন্তদেব অধিকারী। তারপর সার্কিট হাউসে পর্যটনমন্ত্রী গৌতম দেবের সাঙ্গে দেখা করতে যান ময়নাগুড়ির বিধায়ক। এদিন জলপাইগুড়ি সার্কিট হাউসে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ফের বিষোদগার করে গেলেন ময়নাগুড়ি তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারী (Ananata Deb Adhikari)। তিনি বলেন, “পিকে টিম নিজের মতো করে কর্মসূচি ঠিক করছেন। আর আমরা তাদের পিছনে চাকরবাকরের মতো ঘুরছি।” সম্প্রতি কলকাতাতেও এই বিষয়ে মুখ খোলেন ময়নাগুড়ির বিধায়ক। জানান, তাঁর বক্তব্যের পর পিকের টিম তাঁর সঙ্গে কথা বলেছেন। তবে পিকে’র কথাকে তিনি কোনও গুরুত্ব দিচ্ছেন না বলেই এদিন সাফ জানান অনন্তদেব।
দিনকয়েক আগেই মন্ত্রিত্ব ছেড়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এখনও জিইয়ে রয়েছে তাঁর দলবদলের জল্পনা। তারই মাঝে তাঁর অনুগামী কণিষ্ক পণ্ডাও মুখ্যমন্ত্রীকে রীতিমতো নিশানা করেছে। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের গলাতেও বারবার শোনা যাচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ। যদিও তাঁকে নাম না করে কটাক্ষ করতেও দেখা গিয়েছে উদয়ন গুহ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তার আগে বর্তমানে বিজেপিতে নাম লেখানো বিধায়ক মিহির গোস্বামীও পিকের (Prashant Kishor) টিমের বিরুদ্ধে সরব হয়েছেন বারবার। একই ইস্যুতে মুখ খুলেছিলেন জটু লাহিড়ীও। সম্প্রতি বৈশালী ডালমিয়াকে ছাড়াই বালিতে বৈঠক ডাকার অভিযোগও ওঠে। সেই তালিকাতেই নাম জুড়ল অনন্তদেব অধিকারীর। দলের ভোটকৌশলীর বিরুদ্ধে একজন বিধায়কের এহেন মন্তব্য স্বাভাবিকভাবেই শাসকদলকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.