ফাইল চিত্র।
রাজ কুমার, আলিপুরদয়ার: এক সংলাপেই ভোটের বাজার গরম করলেন মিঠুন চক্রবর্তী। বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে আলিপুরদুয়ারে ভোট প্রচারে বেরিয়ে রীতিমতো উত্তাপ বাড়িয়ে দিলেন ‘মহাগুরু’। তিনি স্টেজে উঠতেই হইচই। প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখতে এলাকাবাসীদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। মঞ্চে উঠেই তাই একের পর এক সংলাপে আলিপুরদুয়ারের মন কেড়ে নিলেন টলিউডের নতুন ‘কাবুলিওয়ালা’।
সোমবার দুপুর ১২ টার পর আলিপুরদুয়ার জংশন ডি আর এম চৌপথি থেকে বিজেপির রোড শো শুরু হয়। এই রোড শোয়ে হুড খোলা গাড়িতে ওঠেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। রোড শো বি এফ রোড ধরে আলিপুরদুয়ার জংশন রেল বাজার পার করলে মিঠুনের গাড়িতে যোগ দেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। তবে পুরো স্পটলাইটটাই যে মিঠুন কেড়ে নিয়েছিলেন তা বলাই বাহুল্য। এদিন আলিপুরদুয়ারের মঞ্চ থেকেই মিঠুন গলায় মুখ শোনা যায় নতুন সংলাপ। জাত গোখরো কিংবা মারব এখানে লাশ পড়বে শ্মশানে এসব সংলাপকে পাশ কাটিয়ে মহাগুরুর মুখে এখন বিরোধীদের শায়েস্তা করার নতুন শব্দের মারপ্যাঁচ। আলিপুরদুয়ারের মঞ্চ থেকে রীতিমতো হুঙ্কার দিয়ে মিঠুন বললেন, ‘চিমটি কাটবো এখানে, আর জ্বলবে এখানে সেখানে ওখানে।’
লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। প্রখর রোদকে উপেক্ষা করেই মাঠে -ময়দানে নেমে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। সভা, মিটিং-মিছিল লেগেই রয়েছে। সোমবার দুপুরে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে প্রচারে যান মিঠুন চক্রবর্তী। হুড খোলা গাড়িতে যাচ্ছিলেন তিনি। গরমে আচমকাই অসুস্থ বোধ করেন। রীতিমতো হাঁসফাঁস দশা হয়। মাঝপথেই রোড শো ছাড়েন মিঠুন চক্রবর্তী। পায়ে হেটে বাকি পথ হাঁটতে শুরু করেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। কিছুটা পথ যাওয়ার পর তিনিও গরমে অসুস্থ হয়ে পড়েন। রাস্তার পাশে বিজেপি কর্মীরা প্রার্থীকে বসিয়ে জল দেন, হাওয়া করেন।
এদিকে আলিপুরদুয়ার ডিআরএম চৌপথি থেকে মিঠুনের রোড শো হওয়ার কথা ছিল আলিপুরদুয়ার চৌপথি পর্যন্ত। স্বাভাবিকভাবেই রাস্তার দুধারে ভিড় করেছিলেন আমজনতা। কিন্তু মিঠুনকে না দেখতে পেয়ে হতাশ হয়ে পড়েন অনেকেই। প্রসঙ্গত, চড়া রোদে প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেক প্রার্থীই। শনিবারই প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী তথা রাজমাতা অমৃতা রায়। তার আগে অসুস্থ হয়েছেন আরও দুই প্রার্থী রেখা পাত্র ও হাজি নুরুল ইসলাম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.