Advertisement
Advertisement

Breaking News

Sundarban

নিছকই দুর্ঘটনা! ৬২ ঘণ্টা পর মাতলার চরে মিলল নিখোঁজ সিভিক ভলেন্টিয়ারের দেহ

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার মাতলায় তলিয়ে যান বলে জানা যায়।

missing civic volunteer's deadbody found in Sundarban

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:December 22, 2024 8:36 pm
  • Updated:December 22, 2024 8:37 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার হল সুন্দরবনের মাতলা নদীর চর থেকে। ৬০ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর পেশায় সিভিক ভলেন্টিনায় প্রীতম পানুয়ার মৃতদেহ পাওয়া গেল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিছকই দুর্ঘটনা? নাকি এর পিছনে আছে দুরুহ কোনও রহস্য? তাই তদন্ত করে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, প্রীতম কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। ছুটি নিয়ে ১১ জন বন্ধুর সঙ্গে বৃহস্পতিবার সুন্দরবন ঘুরতে গিয়েছিলেন ওই বছর চব্বিশের যুবক। মাতলা নদীতে যাওয়ার জন্য জলযানে ওঠার সময় তিনি পড়ে গেলে নিমেষেই তলিয়ে যান। এমনই জানিয়েছেন অন্যান্যরা। তারপর থেকেই ওই সিভিক ভলেন্টিয়ারের খোঁজ চলতে থাকে। শুক্র ও শনিবার দু’দিন তাঁর খোঁজ পাওয়া যায়নি।

Advertisement

রবিবার সকালে মাতলার চর থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার হল। যেখানে তিনি পড়ে গিয়েছিলেন, তাঁর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে মৃতদেহ পাওয়া গেল। স্থানীয় মৎস্যজীবীরা প্রথমে দেহটিকে দেখতে পান। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। নদীতে পরে গেলেও কেউ তাঁকে বাঁচানোর চেষ্টা করল না! অত জন বন্ধু থাকলেও কেন তাঁকে আগে ধরা গেল না? সেই প্রশ্ন উঠছে। মৃতের বাড়িতেও দেহ উদ্ধারের দুঃসংবাদ পাঠানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement