ছুরিকাহত ব্যবসায়ী সিউড়ি হাসপাতালে ভরতি। ছবি শান্তনু দাস
নন্দন দত্ত, সিউড়ি: ভরদুপুরে চলল গুলি। ছুরি মেরে বিড়ি ব্যবসায়ীর টাকা লুট করল দুষ্কৃতীরা। শনিবার দুপুরের বীরভূমের চন্দ্রপুর ও রাজনগরের মাঝামাঝি এলাকার এই ঘটনায় জখম ব্যবসায়ী ও টোটো চালক হাসপাতালে চিকিৎসাধীন। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনাস্থলে গুলি চলেছে কি না তা নিয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি।
বহরমপুরের বাসিন্দা অশোক গঙ্গোপাধ্যায়। বিড়ির ব্য়বসা করেন। ব্যবসার সূত্রে সিউড়িতেই থাকেন তিনি। এদিন সিউড়ি থেকে বিড়ি নিয়ে রাজনগর বাজারে গিয়েছিলেন। বিড়ি সরবরাহের পর সেখান থেকে প্রায় ১ লক্ষ টাকা নিয়ে টোটোয় চেপে বাড়ি ফিরছিলেন। চন্দ্রপুর ও রাজনগরের মাঝামাঝি এলাকায় দুষ্কৃতীরা চড়াও হয় বলে দাবি ব্যবসায়ীর।
ঘটনা প্রসঙ্গে বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার সুরজিৎ দে জানিয়েছেন, “চন্দ্রপুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। দুষ্কৃতীদের মাথায় কোনও হেলমেট ছিল না। ওই এলাকায় সিসিটিভি আছে কিনা তা দেখা হচ্ছে।” দুষ্কৃতীরা চন্দ্রপুর এলাকায় দিকে পালিয়েছে বলে পুলিশের দাবি। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিজে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.