অর্ণব দাস, বারাকপুর: দোলের দুপুরে টিটাগড়ে ‘খুন’, রাত গড়াতেই জগদ্দলে হামলা দুষ্কৃতীদের। চপারের এলোপাথাড়ি কোপে যুবককে খুনের চেষ্টায় উত্তপ্ত জগদ্দলের নেতাজিনগর এলাকা। গুরুতর জখম অবস্থায় ওই যুবক কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীদের চিহ্নিত করা গেলেও এখনও অধরা। কী কারণে যুবককে খুনের চেষ্টা, তদন্তে নেমে হামলাকারীদের খোঁজের পাশাপাশি মোটিভও জানার চেষ্টা করছে জগদ্দল থানার পুলিশ। নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে আতঙ্কিত এলাকাবাসী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জগদ্দলের ২৩ নং ওয়ার্ডের নেতাজিনগর এলাকার বাসিন্দা সঞ্জীব বারুই। শুক্রবার সন্ধ্যায় এলাকায় ঢুকে তাঁর উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, চপার দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয় তাঁকে। রাস্তায় লুটিয়ে পড়েন সঞ্জীব। তাঁকে দ্রুত উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় প্রথমে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কল্যাণী জেএনএম হাসপাতালে রেফার করে দেন। আপাতত সেখানেই চিকিৎসাধীন সঞ্জীব বারুই। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থায় বেশ সংকটজনক।
এই ঘটনায় দু’জনের নাম উঠছে – রাকেশ রায়, সোমনাথ দাস। তারা এলাকারই বাসিন্দা। তবে কী কারণে দোলের দিন হঠাৎ সঞ্জীবের উপর এমন প্রাণঘাতী হামলা, সে বিষয় কিছু বলতে পারছেন না পরিবারের সদস্য বা প্রতিবেশীরা। এর সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে কিনা, তাও স্পষ্ট নয়। সন্দেহভাজনদের খোঁজ শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, এদিন সন্ধ্যায় পাশের এলাকা ভাটপাড়াতেও দোল খেলা নিয়ে অশান্তি বাঁধে দু’পক্ষের মধ্যে। অর্জুন সিংয়ের গড় ভাটপাড়ার ৯ নং ওয়ার্ড এলাকায় একদল যুবক দোল খেলতে গেলে আরেকদল বাধা দেয় বলে অভিযোগ। প্রাথমিক বাকবিতণ্ডা থেকে বচসা গড়ায় হাতাহাতিতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এভাবেই রঙের উৎসবে দফায় দফায় অশান্ত হয়ে ওঠে বারাকপুর শিল্পাঞ্চল এলাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.