Advertisement
Advertisement

Breaking News

TMC party office

তৃণমূলের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর, পুরভোটের ফলপ্রকাশের পরই উত্তপ্ত ভাটপাড়া

কে বা কারা এই ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Miscreants allegedly ransack TMC party office in Bhatpara । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:March 2, 2022 9:58 pm
  • Updated:March 2, 2022 9:58 pm  

অর্ণব দাস, বারাকপুর: পুরভোটের ফলপ্রকাশ হওয়ামাত্রই উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ভাটপাড়া (Bhatpara)। শাসকদলের কার্যালয় ভাঙচুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। কে বা কারা ভাঙচুর করল, তা স্পষ্ট নয়। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

অভিযোগ, বুধবার সন্ধেয় ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের কার্যালয় ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। ইতিমধ্যেই শাসকদলের পক্ষ থেকে জগদ্দল থানায় অভিযোগ দায়ের হয়। এদিনের ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল কাউন্সিলর মনোজ কুমার পাণ্ডে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দেখি কার্যালয়ের টেবিল, চেয়ার ভাঙচুর করা হয়েছে। ঘটনাটি যারা করেছে তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।”

Advertisement

[আরও পড়ুন: খাস কলকাতায় বার সিঙ্গারের রহস্যমৃত্যু, খুনের অভিযোগে সরব বাবা-মা]

যদিও তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের নেপথ্যে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছে বিজেপি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ঘটনাটি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

৩৫ আসন বিশিষ্ট ভাটপাড়া পুরসভা। ওই পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী বাবলি দে শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়েন। বছর সত্তরের ওই প্রার্থীকে হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই প্রাণ হারান তিনি। তাই ওই ওয়ার্ডে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। ৩৪টি ওয়ার্ডে ভোটাভুটি হয়। সবকটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় শাসকদল। ভোটে জয়ের পর থেকে উচ্ছ্বাসে ভাসছে ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরা।

[আরও পড়ুন: ‘প্রেমিকাকে খুন করে ফেলেছি’, ছেলেকে সঙ্গে নিয়ে কুলতলি থানায় হাজির প্রেমিক!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement