Advertisement
Advertisement

Breaking News

প্রেমে প্রত্যাখ্যান, কিশোরীকে গাছে বেঁধে আগুন

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক দীপক সরদার৷

Minor Girl Set on Fire stocker

ছবিটি প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 19, 2016 3:04 pm
  • Updated:January 28, 2020 4:04 pm  

ব্রতীন দাস, শিলিগুড়ি: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে গাছে বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিল এক যুবক৷ দাউদাউ করে জ্বলল কিশোরীর সারা শরীর৷ অবশেষে কিশোরীর আর্ত চিৎকারে পাড়া-পড়শিরা ছুটে এসে তাকে উদ্ধার করেন৷ মঙ্গলবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে ফালাকাটার কাঁঠালবাড়ি গ্রামে৷ আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে ডুয়ার্সের বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক দীপক সরদার (২৪)৷ পুলিশ তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে৷

এদিকে, চরম অমানবিক ও মর্মান্তিক এ  ঘটনায় অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামের বাসিন্দারা৷ বুধবার সকালে উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তের বাড়িতেও চড়াও হন৷ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ৷ এদিন সকালে হাসপাতালের বেডে শুয়ে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে অগ্নিদগ্ধ কিশোরী জানিয়েছে, রাতে খাওয়াদাওয়ার পর একটি ঘরে সে একা-ই ঘুমিয়ে ছিল৷ ওই যুবক জানলা দিয়ে প্রথমে তাকে ডাকে৷ গভীর ঘুমে থাকায় সাড়া না দেওয়ায় ভাঙা জানলা দিয়ে ঢুকে মুখে গেঞ্জি বেঁধে জোর করে তাকে তুলে নিয়ে যায়৷

Advertisement

রাতের অন্ধকারে গ্রামের রাস্তা শুনশান ছিল৷ বাসিন্দাদের বেশিরভাগই তখন খাওয়াদাওয়া সেরে শুয়ে পড়েছেন৷ অভিযোগ, মেয়েটির বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে একটি সুপুরি গাছে বেঁধে রাতেই তাকে বিয়ে করতে হবে বলে শাসায় ওই যুবক৷ বিয়েতে রাজি না হলে ধর্ষণেরও হুমকি দেয় সে৷ কিন্তু এসবের পরও প্রেমের আর্জিতে সাড়া না পেয়ে আক্রোশ মেটাতে বছর সতেরোর ওই কিশোরীর গায়ে কেরোসিন ঢেলে অভিযুক্ত যুবক আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ৷ দাউদাউ করে মেয়েটির সারা শরীর জ্বলে উঠতেই পালিয়ে যায় সে৷

অগ্নিদগ্ধ কিশোরীর দাদা সুব্রত সরকার বলেছেন, “চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে দেখি, বেশ কিছুটা দূরে আগুন জ্বলছে৷ ততক্ষণে বাড়ির অন্যান্যরা, এমনকী পড়শিরাও বেরিয়ে পড়েছেন৷ ছুটে গিয়ে দেখি, বোনের হাত-মুখ-পা বাঁধা৷ সারা শরীর পুড়ছে৷ ছটফট করছে বোন৷ আগুন নিভিয়ে সঙ্গে সঙ্গে বোনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷”

পরিবার ও স্থানীয়সূত্রে খবর, বছর দু’য়েক আগে ওই কিশোরীর সঙ্গে একই গ্রামের বাসিন্দা অভিযুক্ত যুবকের কিছুদিন ঘনিষ্ঠতা তৈরি হয়৷ কিন্তু ছেলেটি কোনও কাজকর্ম না করায় তাকে এড়িয়ে চলতে শুরু করে মেয়েটি৷ এর পর থেকেই মেয়েটিকে ওই যুবক নানাভাবে উত্যক্ত করত বলে অভিযোগ৷ সম্প্রতি মেয়েটির বিয়ের জন্য পরিবার পাত্রের খোঁজখবর শুরু করায় বারবারই প্রেম ও বিয়ের প্রস্তাব দিচ্ছিল ওই যুবক৷ কিন্তু তাতে সাড়া না দেওয়ার পরিণাম মঙ্গলবার রাতের ঘটনা৷

বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার সৌম্যজিৎ পুরকায়েত বলেছেন, কিশোরীর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছে৷ এখনও অবস্থা আশঙ্কাজনক৷ চিকিৎসা চলছে৷ পুলিশকে জানানো হয়েছে৷ এদিন সকালে পুলিশ এসে মেয়েটির জবানবন্দি নিয়ে গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement