Advertisement
Advertisement

Breaking News

Minor girl raped

নৈহাটিতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে বাঁশ বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ! অভিযুক্ত এলাকারই যুবক

ক্ষুদ্ধ জনতাই অভিযুক্তকে ধরে ফেলেন।

Minor girl raped at Naihati, accused held | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Sulaya Singha
  • Posted:April 18, 2022 9:34 pm
  • Updated:April 18, 2022 9:34 pm  

অর্ণব দাস, বারাকপুর: ফের শিরোনামে রাজ্যের ধর্ষণের ঘটনা। বছর বারোর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে নৈহাটি থানার পুলিশ।

সোমবার বিকেলে ঘটনাটি ঘটছে নৈহাটির (Naihati PS) বড় কালিতলা এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম তাপস কুণ্ডু। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। এদিনই নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে বলেও জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যে সাড়ে ১১ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ, প্রচুর কর্মসংস্থানের ঘোষণা নবান্নর]

স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, চতুর্থ শ্রেণির ছাত্রী ওই নির্যাতিতা (Minor raped)। নৈহাটির বড় কালিতলা এলাকার বাসিন্দা ওই নাবালিকা। একই এলাকায় বাড়ি অভিযুক্ত তাপস কুণ্ডুর। অভিযোগ, এদিন দুপুরে ওই যুবক নাবালিকাকে এলাকারই একটি বাঁশ বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এলাকার এক বাসিন্দা ঘটনাটি দেখে নাবালিকার পরিবারকে দ্রুত খবর দেন। এরপর নির্যাতিতা নাবালিকাও বাড়ি ফিরে সমস্ত ঘটনাটি অভিভাবকদের খুলে বলে। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ক্ষুদ্ধ জনতা অভিযুক্ত তাপসকে ধরে ফেলেন। তাঁরাই থানায় খবর দেন। এরপর পুলিশ এসে অভিযুক্তকে ধরে থানায় নিয়ে যায়। পরে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তাপস কুণ্ডুকে গ্রেপ্তার করে পুলিশ।

হাঁসখালি থেকে বোলপুর, রাজ্যের একাধিক জেলা থেকে উঠে আসছে ধর্ষণের খবর। অভিযুক্তদের যৌন লালসার শিকার হচ্ছে নাবালিকারাও! কোথায় নারীদের নিরাপত্তা? কী ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। বারবার এমন প্রশ্ন তুলেই সরব হচ্ছে বাংলার বিরোধী দলগুলি। তবে প্রতিটি ঘটনাতেই গ্রেপ্তারির ক্ষেত্রে তৎপরতা দেখিয়েছে সরকার। এক্ষেত্রেও অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনায় এখনও এলাকায় উত্তেজনা রয়েছে।

[আরও পড়ুন: বাংলার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছে রাশিয়া, মস্কোয় মিলবে গবেষণার সুযোগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement