Advertisement
Advertisement

Breaking News

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন

গ্রেপ্তার অভিযুক্ত যুবক।

Minor girl gets sexually abused
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 21, 2018 7:22 pm
  • Updated:April 21, 2018 7:22 pm  

নন্দন দত্ত, সিউড়ি: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল রামপুরহাট থানার পুলিশ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার বড়শাল গ্রামে৷ ধৃত যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ৷ জানা গিয়েছে, নির্যাতিতা ওই নাবালিকা বড়শাল উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। শুক্রবার বিকেলে গ্রামেই এক গৃহশিক্ষকের কাছে পড়তে যায় ছাত্রীটি৷ সন্ধ্যের পড়া শেষে বাড়ি ফিরছিল৷ সেসময় গ্রামের যুবক আকাশ লেট তার মুখ চেপে ধরে মাঠের মধ্যে নিয়ে যায়। সেখানে সেচের মেশিন ঘরের মধ্যে অনেক রাত পর্যন্ত আটকে রাখা হয়৷

মেয়ে বাড়ি ফিরছে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। রাতেই রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যায়। কিন্তু পুলিশ তাদের নিখোঁজ অভিযোগ নেয়নি। ফলে তারা ফের গ্রামে ফিরে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর অনেক রাতে নাবালিকা কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। শনিবার বিকেলে আকাশের বিরুদ্ধে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার দিদা। নাবালিকা জানায়, ওই যুবক তাকে সেচের ঘরে ঢুকিয়ে পোশাক ছিঁড়ে যৌন নির্যাতন করে৷ তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করা হয়৷ ধস্তাধস্তির মধ্যে যুবকের গলার চেন ছিঁড়ে পালিয়ে বাঁচে নাবালিকা৷ এমনকি বাড়িতে বললে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় বলে নাবালিকার অভিযোগ৷

Advertisement

নাবালিকার দিদা বলেন, “অনেক রাত পর্যন্ত নাতনি বাড়ি ফিরছে না দেখে আমরা চিন্তায় পড়েছিলাম। খোঁজাখুঁজি করে না পেয়ে থানার দ্বারস্থ হয়েছিলাম। কিন্তু থানা অভিযোগ না নিয়ে আরও ভালো করে খোঁজার পরামর্শ দেয়। এরপরেই রাতে নাতনি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement