Advertisement
Advertisement

Breaking News

Murshidabad

মুর্শিদাবাদে টিউবওয়েল মেরামত করতে গিয়ে দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত কিশোর

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Minor boy dead due to electrocution while repairing tubewell in Murshidabad | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 13, 2023 1:00 pm
  • Updated:October 13, 2023 1:00 pm  

শাহাজাদ হোসেন, ফরাক্কা: টিউবওয়েল মেরামত করতে গিয়ে দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের, জখম আরও ১। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ফরাক্কায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের বাহাদুরপুর গ্রামপঞ্চায়েতের বারোমাসিয়া গ্রামের বাসিন্দা রুপলাল হাঁসদা ও বোধন হাঁসদা। পঞ্চায়েত প্রধান জানান, বারোমাসিয়া গ্রামের একটি সরকারি টিউবওয়েল দীর্ঘদিন ধরে খারাপ ছিল। গ্রামবাসীরা পঞ্চায়েতে এবিষয়ে কোনও অভিযোগ জানাননি। শুক্রবার সকালে গ্রামবাসীরা নিজেরাই কলটি মেরামতের জন্য মিস্ত্রি ডাকেন।

Advertisement

[আরও পড়ুন: Durga Puja 2023 Weather Update: মহালয়া-পুজোয় সম্ভাবনা নেই দুর্যোগের, বঙ্গবাসীর জন্য সুখবর দিল হাওয়া অফিস]

টিউবওয়েলের পাইপ তোলার সময় তা এগারো হাজার ভোল্টের বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে চলে আসায় ঘটে দুর্ঘটনা। বিদ্যুৎস্পষ্ট হয় রুপলাল হাঁসদা ও বোধন হাঁসদা। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পথেই মৃত্যু হয় রুপলালের। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোকের ছায়া এলাকায়।

[আরও পড়ুন: ৭ দিনের সন্তানকে জলে চুবিয়ে ‘খুন’ করে বেপাত্তা মা! হাড়হিম ঘটনা পুরুলিয়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement