Advertisement
Advertisement

শহিদ সুদীপ বিশ্বাসের পরিবারকে পাঁচ লক্ষ টাকার চেক দিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

চাকরি পাবেন পরিবারের একজন।

Ministers to martyr jawan's house
Published by: Tanumoy Ghosal
  • Posted:February 22, 2019 4:21 pm
  • Updated:February 22, 2019 5:06 pm  

নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ বাংলার দুই জওয়ানের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নদিয়ার সুদীপ বিশ্বাসের বাবা-মায়ের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। চাকরি পাবেন পরিবারের একজন। শহিদ জওয়ানের নামে এলাকার একটি রাস্তার নামকরণের কথা জানিয়েছেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু।

[সীমান্ত থেকে সাপের বিষ-সহ ধৃত নেপালের নাগরিক]

Advertisement

মোটে সাতাশ বছর বয়সেই পুলওয়ামায় জঙ্গি হামলার শহিদ হয়েছেন নদিয়ার পলাশিপাড়ার সিআরপিএফ জওয়ান সুদীপ বিশ্বাস। হাঁসপুকুরিয়ার তিলিপাড়ার বাড়িতে থাকেন তাঁর বৃদ্ধ বাবা-মা। একমাত্র বোন বিবাহিত। সুদীপই তাঁর বিয়ে দিয়েছেন। শুক্রবার শহিদ জওয়ানের বাড়িতে যান রাজ্যের দুই মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও রত্না ঘোষ, স্থানীয় বিধায়ক তাপস সাহা এবং নদিয়া জেলা পরিষদের সভাপতি রিক্তা কুণ্ডু। সরকারের প্রতিনিধি হিসেবে সুদীপ বিশ্বাসের বাবা-মায়ের হাতে পাঁচ লক্ষ টাকা চেক তুলে দেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তাঁদের কোনওরকম সমস্যা হচ্ছে কিনা, সে বিষয়ে খোঁজ খবর নেন তিনি। শহিদ পরিবারের জামাই সমাপ্ত বিশ্বাস জানিয়েছেন, মন্ত্রীর সঙ্গে পরিবারের একজনকে চাকরি দেওয়া বিষয়ে কথা হয়েছে। এদিন নেতা-মন্ত্রীদের আসার খবর পেয়ে শহিদ সুদীপ বিশ্বাসের বাড়িতে ভিড় করেছিলেন পাড়া-প্রতিবেশীরাও।

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার শহিদ হয়েছেন হাওড়ার বাউরিয়ার বাবলু সাঁতরাও। বৃহস্পতিবার সরকারি প্রতিনিধি হিসেবে দুই মন্ত্রী অরূপ রায় ও রাজীব বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন বাউরিয়ার চককাশী গ্রামে তাঁর বাড়িতেও। শহিদ সিআরপিএফ জওয়ান বাবলু সাঁতরার মাকে পাঁচ লক্ষ টাকার চেক দিয়েছেন তাঁরা। চাকরির ক্ষেত্রে নিহত জওয়ানের স্ত্রীর পছন্দের বিষয়টি জেনে নিয়েছেন দুই মন্ত্রী। বাবলু সাঁতরার স্ত্রী মিতাদেবী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস স্নাতকোত্তর। তিনি জানিয়েছেন, যোগ্যতা অনুযায়ী যেকোনও কাজই করবেন। তবে বৃদ্ধা শ্বাশুড়ি ও শিশুসন্তানের কথা বিবেচনা করে স্থানীয় এলাকায় চাকরি দিলে সুবিধা হয়।  

[ দার্জিলিং চিড়িয়াখানায় মৃত্যু মিশমি টাকিনের, গাফিলতির অভিযোগ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement