Advertisement
Advertisement

Breaking News

সেতু

সংঘাতের আবহেই কেন্দ্রকে টেক্কা, ফিতে কেটে বর্ধমান রেলসেতু উদ্বোধন পঞ্চায়েতমন্ত্রীর

৩০ সেপ্টেম্বর ফের রেলসেতুটির উদ্বোধন করবেন রেলমন্ত্রী।

Minister Subrata Mukherjee inaugurates under construction rail bridge
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 24, 2019 8:50 pm
  • Updated:September 24, 2019 8:50 pm  

সৌরভ মাজি, বর্ধমান: মেদিনীপুরের বীরসিংহ গ্রাম থেকে দূর নিয়ন্ত্রিত পদ্ধতিতে বর্ধমান রেল উড়ালপুলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনিই ফিতে কেটে উড়ালপুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পঞ্চায়েতমন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাককালীন এই উড়ালপুলের অনুমোদন মিলেছিল। তাঁর আমলেই অর্থ বরাদ্দ হয়েছিল। আজ আনুষ্ঠানিক উদ্বোধন হল। মমতা বন্দ্যোপাধ্যায় এই রেল উড়ালপুলের উপর দিয়ে যেদিন হেঁটে যাবেন সেদিন সত্যিকারের উদ্বোধন হবে।” পাশাপাশি তিনি বলেন, এই উড়ালপুল তৈরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা অবদান তাতে তাঁর ক্ষমতা থাকলে তিনি এই উড়ালপুল মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই করতেন। উদ্বোধনের দিনেই আরও প্রকট হল রেল বনাম রাজ্য সরকারের দ্বন্দ্ব। 

[আরও পড়ুন: ‘রাজনৈতিক সার্কাসে নেই, আমি সংবিধানের রক্ষাকর্তা’, শিলিগুড়িতে বার্তা রাজ্যপালের]

এই উড়ালপুলের উদ্বোধন ঘিরে সোমবার সন্ধে থেকেই চাপানউতোর শুরু হয় রেল ও রাজ্য সরকারের মধ্যে। রাজ্য সরকারের নির্দেশে পূর্ব বর্ধমান জেলাশাসক বিজয় ভারতী, পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু রাতেই উদ্বোধন স্থল ঠিক করতে উড়ালপুল পরিদর্শনে যান। এই পরিদর্শনের কিছু পরেই রেলের তরফে প্রেস বিজ্ঞপ্তি করে জানিয়ে দেওয়া হয় আগামী ৩০ সেপ্টেম্বর রেলমন্ত্রী পীযূষ গোয়েল এই রেল ওভারব্রিজের উদ্বোধন করবেন। তা সত্বেও সোমবার রাত থেকেই রাজ্য সরকারের তরফে উড়ালপুল উদ্বোধনের মঞ্চ তৈরি থেকে শুরু করে অন্যান্য প্রস্তুতিও শুরু হয়ে যায়। মঙ্গলবার সকালে দেখা যায় উড়ালপুলে ওঠার মুখ পর্যন্ত রাস্তায় ধাতব ব্যারিকেড করে দেওয়া হয়েছে রেলের অধীনস্থ সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের তরফে। একইসঙ্গে, সেখানে সতর্কবাণীও লিখে দেওয়া হয়েছে, “রেলওয়ে ব্রিজের নির্মাণ কার্য চলছে। অনধিকৃত প্রবেশ নিষেধ বা কাজে বাধা দেওয়া দণ্ডনীয় অপরাধ। ইহা জেল অথবা জরিমানা অথবা উভয়ই হতে পারে।”

Advertisement

bridge-2

একইসঙ্গে উড়ালপুলের চারিদিক, রেলেওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ৩০ সেপ্টেম্বর এই রেল উড়ালপুলের উদ্বোধন হবে বলে পোস্টার-ব্যানারে ছয়লাপ করে দেওয়া হয় রেলের তরফে। তা সত্বেও  মঙ্গলবার সেতুর উদ্বোধন করা হয় রাজ্যের তরফে। উদ্বোধন প্রসঙ্গে সুব্রতবাবু বলেন, “কে কবে কী করবেন জানি না। আজ উড়ালপুল খুলে দেওয়া হল।” রেলমন্ত্রী উদ্বোধনে আসছেন প্রশ্নে পঞ্চায়েত মন্ত্রীর জবাব, “উনি ২০০ বার আসতে পারেন। তবে এত ভালভাবে আমরা উড়ালপুল তৈরি করেছি, ভালভাবে উদ্বোধন হয়েছে তা আমাদের অফিসার জানিয়ে দেবেন।” রাজ্য সরকারের রেল উড়ালপুল উদ্বোধন প্রসঙ্গে পূর্ব রেলের সিপিআরও নিখিল চক্রবর্তী বলেন, “৩০ সেপ্টেম্বরও রেল উড়ালপুলের উদ্বোধন হবে। আমাদের রেলমন্ত্রী তা উদ্বোধন করবেন। আমরা তারই প্রস্তুতি শুরু করেছি।” রাজ্য সরকারের তরফে উদ্বোধনের বিষয়ে অবশ্য রেলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন:ছেলেধরা সন্দেহে গণপিটুনির জের, মানসিক ভারসাম্যহীন সন্তানকে বেঁধে রাখল মা]

এই রেল উড়ালপুল ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ঝুলন্ত রেল উড়ালপুল। তৈরিতে খরচ হয়েছে মোট ২৮৭ কোটি ৮৯ লক্ষ টাকা। তার মধ্যে রাজ্য সরকার দিয়েছে ১৬৭ কোটি ৬৯ লক্ষ টাকা। কেন্দ্র দিয়েছে ১২০ কোটি ২০ লক্ষ টাকা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement