Advertisement
Advertisement

Breaking News

Coronavirus

করোনায় আক্রান্ত রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব, ভরতি মাটিগাড়ার নার্সিংহোমে

বেশ কিছু উপসর্গ থাকলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

Minister Gautam Deb tested COVID-19 positive, admitted to a nursing home| Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:November 6, 2020 8:41 pm
  • Updated:November 6, 2020 9:01 pm  

শুভদীপ রায়নন্দী, শিলিগুড়ি: এবার করোনায় (Coronavirus) আক্রান্ত রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব (Gautam Deb)। ভরতি হয়েছেন মাটিগাড়ার এক নার্সিংহোমে। সেখানে কেভিড রোগীদের চিকিৎসাই হয়। গুরুতর অসুস্থতা না থাকলেও, একাধিক উপসর্গ থাকায় তিনি ভরতি রয়েছেন নার্সিংহোমে।

জানা গিয়েছে, দিন দুই আগে মন্ত্রী গৌতম দেব কলকাতায় এসেছিলেন পর্যটন দপ্তরের কাজে। শুক্রবার সকালেই ফিরে যান উত্তরবঙ্গে। এরপর অসুস্থ বোধ করতে থাকায় চিকিৎসকের পরামর্শ মতো তাঁর করোনা পরীক্ষা হয়। অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই মন্ত্রীকে মাটিগাড়ার ওই বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়। শনিবার তাঁর RT-PCR পরীক্ষা হবে। তাতে আরও নিশ্চিত হওয়া যাবে। নার্সিংহোম সূত্রে খবর, এই মুহূর্তে করোনায় আক্রান্ত হওয়ার বেশ কয়েকটি উপসর্গ রয়েছে তাঁর। তবে সামগ্রিকভাবে শারীরিক অবস্থা স্থিতিশীল। 

Advertisement

[আরও পডুন: রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের দোরগোড়ায়, আশা জোগাচ্ছে ঊর্ধ্বমুখী সুস্থতার হার]

গত মঙ্গলবারই বিহারের ভোটপ্রচারে যাওয়ার সময় বাগডোগরা বিমানবন্দরে নেমেছিলেন প্রধানমন্ত্রী মোদি। রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে তাঁর সঙ্গে সেখানে দেখা করতে যান গৌতম দেব। এরপরই তিনি কলকাতায় চলে আসেন। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকেও হাজির ছিলেন মন্ত্রী। সেখান থেকে ফিরেই করোনা আক্রান্ত হয়ে পড়েন। এর আগে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীকে কাবু করেছিল করোনা ভাইরাস। সুজিত বসু, স্বপন দেবনাথ, শুভেন্দু অধিকারী, জ্যোতিপ্রিয় মল্লিক – সকলেই করোন জয় করে ফের কাজে ফিরেছেন। এঁরা সকলেই করোনা কালে একেবারে সামনের সারিতে থেকেই কাজ করেছেন জনস্বার্থে। সেখান থেকেই সংক্রমণ বলে মনে করা হয়েছিল। তবে তাঁদের মতো এবার গৌতম দেবও দ্রুতই সুস্থ হয়ে ফিরবেন বলে আশা তাঁর অনুগামীদের।

[আরও পডুন: ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে প্রেমিকার থেকে টাকা আদায়! কী পরিণতি হল যুবকের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement